হাতে ৩ উইকেট নিয়ে শেষ দিনে ১০৯ রান প্রয়োজন ছিল জিম্বাবুয়ের। কিন্তু আইরিশ বোলাররা ঠিকই আটকে রাখেন জিম্বাবুয়েকে। বিশেষ করে ম্যাথিউ হামফ্রেস। তার ৬ উইকেট শিকারের কীর্তিময় দিনে বুলাওয়ে টেস্টে ৬৩ রানে জয় পেয়েছে আইরিশরা। শেষ তিন টেস্ট ধরে জয়ের ধারা ধরে রাখলো আয়ারল্যান্ড।
২২ বছরের বাঁহাতি স্পিনার হামফ্রেস তৃতীয় টেস্ট খেলতে নেমে পেলেন প্রথমবার পাঁচ উইকেট শিকারের স্বাদ। ৫৭ রানে ৬ উইকেট নেন হামফ্রেস। যা টেস্টে আইরিশ বোলারদের মধ্যে সেরা কৃতিত্ব। এতদিন ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে ১১৮ রানে ৬ উইকেট শিকার করা অ্যান্ডি ম্যাকব্রাইনের কাছে ছিল এ কীর্তি।
বুলাওয়ে টেস্টে ম্যাকব্রাইনই হয়েছেন ম্যাচসেরা। প্রথম ইনিংসে তার ৯০ রানের ইনিংসে ভর করে ২৬০ রান করেছিল আয়ারল্যান্ড। জবাবে ২৬৭ রান তোলে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে আইরিশরা ২৯৮ রান তুললে চ্যালেঞ্জিং লক্ষ্য পায় জিম্বাবুয়ে। চতুর্থ ইনিংসে ২২৮ রানেই গুঁটিয়ে যায় জিম্বাবুয়ে। নিজেদের প্রথম সাত টেস্টে হারের পর টানা তিনটি টেস্ট জিতলো আইরিশরা।