শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ম্যাটস শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৮ এএম

মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং (ম্যাটস) শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করে পড়ালেখায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের দাবি পূরণের দৃশ্যমান অগ্রগতি হবে। গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতির সমাধানে গত রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট অধিদপ্তরের মহাপরিচালকদের মধ্যে এক সভা অনুষ্ঠিত হয়। উভয়পক্ষ দাবি-দাওয়া নিয়ে আলোচনা শেষে কয়েকটি বিষয়ে একমত হন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যৌক্তিক ও স্বল্পসময়ে বাস্তবায়নযোগ্য দাবিগুলো চিহ্নিত করে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদকে জানানো হয়।

মন্ত্রণালয় আরও জানান, শিক্ষার্থীদের প্রথম দাবি অর্থাৎ শূন্যপদ পূরণে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঐক্য পরিষদকে জানানো হয়েছে, ইতোমধ্যে পরিবার পরিকল্পনা অধিপ্ততর ও স্বাস্থ্য অধিপ্ততর বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু করেছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ সম্পর্কিত দৃশ্যমান অগ্রগতি হবে।

দ্বিতীয় দাবি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদটি দশম গ্রেডে উন্নীত করার বিষয়ে ঐক্য পরিষদকে জানানো হয়, ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিবেচনাধীন।

অন্য দুটি দাবি, অর্থাৎ প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন এবং উচ্চশিক্ষার সুযোগের মতো বিষয়গুলোতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরেও বিভিন্ন পক্ষ এবং কর্তৃপক্ষ সম্পর্কিত থাকায় সেগুলো পূরণ করা সময়সাপেক্ষ। তবে সেগুলো নিয়েও উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয় এবং এ বিষয়ে পরবর্তী কর্মপন্থা ঠিক করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত