বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

সিভিল এভিয়েশন একাডেমির গোল্ড সদস্যপদ অর্জন   

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৪ পিএম

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) আওতাধীন সিভিল এভিয়েশন একাডেমি আন্তর্জাতিক স্বীকৃতির এক নতুন মাইলফলক অর্জন করেছে।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) গ্লোবাল ইমপ্লিমেন্টেশন সাপোর্ট সিম্পোজিয়াম (জিআইএসএস) ২০২৫-এ আইসিএও সেক্রেটারি জেনারেল জুয়ান কার্লোস সালাজার একাডেমিকে ট্রেনেয়ার প্লাস গোল্ড মেম্বারশিপ ফলক হস্তান্তর করেন।

বেবিচক’র পক্ষে এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব খান সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এবং সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী এই ফলক গ্রহণ করেন। 

এ সময় লরা কামাস্ত্রা, আইসিএও’র গ্লোবাল এভিয়েশন ট্রেনিংয়ের প্রধান এবং আইসিএও এশিয়া প্যাসিফিকের আঞ্চলিক পরিচালক তাও মা, আইসিএও’র ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন পরিচালক জন ভার্গাস এই গৌরবময় ফলক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের জেনারেল সিভিল এভিয়েশন অথরিটির (জিসিএএ) এর উচ্চপদস্থ কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

আইসিএও’র সেক্রেটারি জেনারেল তার বক্তব্যে বলেন, ‘খুব কম দেশই এত অল্প সময়ের মধ্যে সিলভার থেকে গোল্ড ক্যাটাগরিতে উন্নীত হতে পারে। বাংলাদেশ সিভিল এভিয়েশন একাডেমির এই অর্জন সম্ভব হয়েছে এর চেয়ারম্যানের অসামান্য দিকনির্দেশনা ও সার্বক্ষণিক তদারকির ফলে। এই গুরুত্বপূর্ণ অর্জনের জন্য সিভিল এভিয়েশন একাডেমির সংশ্লিষ্ট সকল সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন।’

উল্লেখ্য, বেবিচক’র চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি দায়িত্ব গ্রহণের পর সিভিল এভিয়েশন একাডেমি পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সিলভার থেকে গোল্ড সদস্যপদ অর্জনের লক্ষ্যে নির্দেশনা দেন। পরবর্তীকালে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জিত হয়।  

এ প্রসঙ্গে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, ‘সত্যিকার অর্থেই এটি বিশাল অর্জন। অল্প সময়ের মধ্যেই আমরা এটি অর্জন করতে পেরেছি। এর ফলে বাংলাদেশের এভিয়েশন সেক্টরে আরও অনেক দক্ষ জনবল এবং বিশেষজ্ঞ তৈরি হবে।’

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা প্ল্যাটিনাম ক্যাটাগরিতেও উন্নীত হতে পারব। এছাড়া বাংলাদেশ সিভিল এভিয়েশন একাডেমি আন্তর্জাতিক স্বীকৃতির এক নতুন মাইলফলকের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত