শনিবার, ২২ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মুন্সীগঞ্জে থানা, এএসপির কার্যালয়ে ভাঙচুর

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৪ এএম

নিখোঁজ অটোরিকশাচালক ও স্কুলছাত্র রোমান শেখের (১৫) সন্ধান চেয়ে পূর্ব ঘোষিত মানববন্ধন শেষে মিছিল থেকে মুন্সীগঞ্জের সিরাজদীখান থানা এবং সহকারী পুলিশ সুপারের (এএসপি) কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় লোকজন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সিরাজদীখান থানা ও সিরাজদীখান সার্কেল এএসপির কার্যালয়ের দরজা-জানালা, আসবাব, পুলিশের দুটি পিকআপ ভ্যান ও তিনটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়।

স্থানীয়রা জানান, রোমানের সন্ধানের দাবিতে সকাল সাড়ে ১০টার দিকে সিরাজদীখান উপজেলা বাসস্ট্যান্ড মোড়ে কোলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন। প্রায় আধা ঘণ্টার মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা সিরাজদীখান থানা ও পাশে এএসপির কার্যালয়ে গিয়ে হামলা চালান। এ সময় থানা ও এএসপির কার্যালয়ের ভেতরে-বাইরে প্রায় দেড় ঘণ্টা ধরে ভাঙচুর চালানো হয়।

পরে সেখানে সিরাজদীখান সার্কেল এএসপি ইমরান খান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলামের সঙ্গে কথা বলে স্কুলছাত্রের সন্ধানে তিন দিনের আলটিমেটাম দিয়ে চলে যান বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা।

এ ব্যাপারে জানতে চাইলে ইমরান খান বলেন, ‘মানববন্ধন শেষ করে মিছিল থেকে অতর্কিতে হামলা চালানো হয়। এ সময় বেশ কিছু গাড়ি ও আসবাব ভাঙচুর করা হয়। স্কুলছাত্র ও অটোরিকশাচালক রোমানের সন্ধান চেয়ে শিক্ষার্থীরা তিন দিনের আলটিমেটাম দিয়েছে।’

সিরাজদীখান উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে রোমান শেখ গত ২১ জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছে। সে পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলার বেলতলী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র। সংসারে অভাব-অনটনের কারণে পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালাত রোমান শেখ। ২১ জানুয়ারি সকালে স্কুলে নতুন শ্রেণিতে ভর্তি হয়ে বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় রোমান।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত