চ্যাম্পিয়নস ট্রফিতে অফিসিয়াল স্কোয়াড ১৫ জনের। তবে লিটন কুমার দাস নিজেকে দেখছেন বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি দলের ষোড়শ সদস্য হিসেবে।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আজ বৃহস্পতিবার রাতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। স্কোয়াডে নেই লিটন। তবে সামাজিক মাধ্যমে বৃহস্পতিবার লিটন লিখলেন, নিজে খেলতে না পারলেও দলের প্রতি সমর্থনে তিনি থাকবেন সবার চেয়ে এগিয়ে।
লিটন লেখেন, 'দুর্দান্ত এই দলটিকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শুভ কামনা। আমার বিশ্বাস, মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে নিজেদের সেরাটা দেবে এই দল। টাইগাররা কীভাবে খেলে, গোটা বিশ্বকে তা দেখিয়ে দেওয়া যাক!
আমি দলে জায়গা করে নিতে পারিনি, তবে এটিই আমাকে দলের সবচেয়ে বড় সমর্থক করে তুলেছে। প্রতিটি রান, উইকেট ও ক্যাচের জন্য গলা ফাটাব আমি। তোমাদের ষোড়শ সদস্য ভিন্ন এক ভূমিকায় থাকবে তোমাদের সঙ্গেই।'
ওয়ানডেতে সবশেষ ১৩ ইনিংসে ফিফটি নেই লিটনের।
এবারের বিপিএলেও শুরুতে ভালো করতে পারেননি। তবে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার পর এক সেঞ্চুরির পাশাপাশি ৭৩ ও ৭০ রানের ইনিংস খেলেন।