শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

৩ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার অটোরিকশা চালকদের

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৯ এএম

সরকারের বাধ্যতামূলক মিটার ব্যবহারের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর আসাদগেট সড়কে অবরোধ করেছিলেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। অবরোধের কারণে এই সড়কসহ আশপাশের সড়কগুলোয় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। তবে আন্দোলন শুরুর প্রায় তিন ঘণ্টা পর আসাদগেট থেকে অবরোধ তুলে নেন তারা।

তেজগাঁও ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার তানিয়া সুলতানা জানান, মিটারের ভাড়া মানতে বিআরটিএর নতুন সিদ্ধান্ত বাতিল দাবিতে সিএনজিচালকরা শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে মিরপুর রোড অবরোধ করেছেন।

সিএনজি-অটোরিকশায় মিটারের বেশি ভাড়া নিলে মামলার নির্দেশ, হতে পারে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা মিটারের ভাড়ার চেয়ে বেশি নেওয়া বন্ধে সরকারের কঠোর সিদ্ধান্তের পরদিনই এ বিক্ষোভ হয়। সরকার মিটার ব্যবহারের বাধ্যবাধকতা এবং আইন অমান্যকারীদের জরিমানা বা জেল দেওয়ার বিধান আরও কঠোর করার ঘোষণা দেয়।

সড়ক অবরোধের ফলে শ্যামলীসহ আশপাশের এলাকায় এবং নগরীর বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের ভয়াবহতা দুপুর পর্যন্ত গড়ায়। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। 

এর আগে গত ১০ ফেব্রুয়ারি সিএনজি ও পেট্রোলচালিত অটোরিকশাকে মিটারে যাত্রী বহনের নির্দেশনা দিয়ে চিঠি ইস্যু করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। অন্যথায় চালকের বিরুদ্ধে মামলা এবং ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশনা দেওয়া হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত