শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

৮০ বছরের বৃদ্ধের সঙ্গে ভয়াবহ নৃশংসতা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৯ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ১৫ মাস ধরে বর্বরতা চালিয়েছে দখলদার ইসরায়েল। তেল আবিবের সেনাদের অভিযান ও হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। নিহত হয়েছে ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি। গত ১৯ জানুয়ারি থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। উপত্যকাটিতে আপাতত যুদ্ধ থামলেও, ভীতি খুব একটা কমেনি। সেই সঙ্গে সাধারণ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সেনারা কী ধরনের নৃশংসতা চালিয়েছে, সেগুলোও এখন ধীরে ধীরে সামনে আসছে। গাজা থেকে আটক করা ৮০ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে ভয়াবহ নৃশংসতার তথ্য উঠে এসেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হামাকোম’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে।

হামাকোম-এর বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট জানায়, এই নির্মমতার সঙ্গে জড়িত এক সেনা সংবাদমাধ্যমটিকে বলেছেন, গাজা সিটির জাইতুন এলাকায় আমরা তাকে আমাদের সঙ্গে তল্লাশি অভিযানে অংশ নিতে বাধ্য করি। গলায় বিস্ফোরক বেঁধে তাকে দীর্ঘ ৮ ঘণ্টা হাঁটানো হয়। তাকে বলা হয়, যদি আমাদের তল্লাশি চালাতে সহায়তা না করেন বা অন্য কিছু করেন তাহলে বোমায় বিস্ফোরণ ঘটিয়ে দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া হবে।

এই সেনা আরও বলেন, তিনি ছিলেন ৮০ বছরের বৃদ্ধ এবং তার পালিয়ে যাওয়ার ক্ষমতাও ছিল না। তিনি জানতেন, তার পেছনে থাকা সেনারা যে কোনো সময় বোমার বিস্ফোরণ ঘটাবে এবং যে কোনো মুহূর্তে তিনি মারা যাবেন। সংবাদমাধ্যম হামাকোম জানিয়েছে, তল্লাশি অভিযানের পর সেই বৃদ্ধ ও তার স্ত্রীকে আল মাওয়াসি নামক এলাকায় চলে যেতে বলা হয়। তারা আল-মাওয়াসির দিকে রওনা দেওয়ার একটু পরেই অন্য সেনারা দুজনকেই গুলি করে হত্যা করে। তাদের মরদেহ পরে রাস্তায় পড়েছিল। এদিকে, গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী বন্দি বিনিময় অব্যাহত রয়েছে। শনিবার তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তির পর ৩৬৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল। এসব বন্দিকে মুক্তি দেওয়ার আগে তাদের বিশেষ টি-শার্ট পরিয়েছিল ইসরায়েলি কর্র্তৃপক্ষ। তবে নিজ ভূমিতে ফিরে তা পুড়িয়ে ফেলেন মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিরা। মুক্ত ফিলিস্তিনিদের মধ্যে চারজনকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত