বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মুসলিম বিশ্বের নতুন সাংস্কৃতিক রাজধানী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১১ এএম

সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় ইসলামি দেশগুলোর সংস্কৃতি বিষয়ক মন্ত্রীদের বিশেষ সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে মন্ত্রীদের সর্বসম্মতিক্রমে বাগদাদ শহরকে ২০২৬ সালের মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্বাচন করা হয়েছে।

সম্মেলনে ইরাকি প্রতিনিধিদলের প্রধান এবং ইরাকি পা-ুলিপি কেন্দ্রের মহাপরিচালক আহমদ করিম আল-আলিয়াভি বলেন, শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানের ক্ষেত্রে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের সহযোগিতায় ইরাকি সংস্কৃতি মন্ত্রণালয়ের অসামান্য প্রচেষ্টায় আমাদের এই অর্জন। এর মাধ্যমে বাগদাদ কয়েক শতাব্দীর বৈজ্ঞানিক ও বুদ্ধিবৃত্তিক কার্যকলাপের স্বীকৃতি ফিরে পেয়েছে।

সম্মেলনে দেওয়া বক্তৃতায় আলিয়াভি ইরাকের ইতিহাস ও সভ্যতার দিকে ইঙ্গিত করে বলেন, বিজ্ঞান ও সংস্কৃতির ক্ষেত্রে একটি অগ্রগামী শহর হিসেবে বাগদাদের ভূমিকার পাশাপাশি সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ এবং ঐতিহাসিক নিদর্শনগুলো রক্ষায় ইরাক জোর দেবে। উল্লেখ্য, ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের তত্ত্বাবধানে (আইসেসকো) প্রতি বছর ইতিহাস ও ঐতিহ্যের ওপর ভিত্তি করে বিভিন্ন শহরকে মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্বাচন করা হয়। প্রথমবার মক্কা নগরী মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্বাচিত হয়। এর পরের বছরগুলোতে যথাক্রমে সিরিয়ার আলেপ্পো, উজবেকিস্তানের তাসখন্দ, সিরিয়ার দামেস্ক, তিউনিসিয়ার কাইরুয়ান, তাজিকিস্তানের দুশানবে, আলজেরিয়ার টিমসেন নগরী, বাংলাদেশের রাজধানী ঢাকা, সৌদি আরবের মদিনা, সংযুক্ত আরব আমিরাতের শারজা, কাজাখস্তানের আলমাটি, জর্ডানের রাজধানী আম্মান, আজারবাইজানের নাখচিভান, তিউনিসিয়ার রাজধানী তিউনিস, উজবেকিস্তানের বুখারা, কাতারের দোহা, মিসরের রাজধানী কায়রো, মৌরিতানিয়ার নোয়াকচোট শহর, আজারবাইজানের শুশা ও উজবেকিস্তানের সমরখন্দ মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্বাচিত হয়। অনেক সময় একাধিক দেশের একাধিক প্রাচীন শহরকে মুসলিম বিশ্বের সাংস্কৃতিক রাজধানীর মর্যাদা দেওয়া হয়েছে।

সূত্র : ইরাকি নিউজ এজেন্সি

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত