যশোরের ঝিকরগাছায় পুকুরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশুর নাম সুরাইয়া (২) ও সুমাইয়া (৩)। সুরাইয়া উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমরা গ্রামের ইয়ামিনের মেয়ে। সুমাইয়া মালয়েশিয়া প্রবাসী ইউসুফের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে দুই বোন সুমাইয়া ও সুরাইয়া তাদের দাদা-দাদি ও মায়ের সঙ্গে পুকুরে মাছ ধরতে যায়। এ সময় তারা পুকুরপাড়ে দাঁড়িয়ে ছিল। পরে সেখানে তাদের দেখতে না পেয়ে দাদা-দাদি-মা খোঁজ করতে থাকেন। কিছুক্ষণ পর দুই শিশুর মরদেহ পুকুরে ভাসতে দেখেন তারা। মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।