মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ফাইনালে ব্যর্থ কোহলি উইলিয়ামসন দুজনই

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৮:৩৮ পিএম

কেন উইলিয়ামসন ও বিরাট কোহলির কোন দ্বৈরথ সেই অর্থে নেই। তবু যুব বিশ্বকাপের সেমিফাইনাল থেকে শুরু করে আজ দুবাইয়ের চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল, মাঝে ১৭ বছর। চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চই হতে পারে দুজনের শেষ দেখার মঞ্চ।

কোহলি হয়তো ওয়ানডেটা ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চালিয়ে যাবেন। তবে উইলিয়ামসন এর চোট ইতিহাস বলছে কিউই ব্যাটার ততদূর নাও যেতে পারেন। পারবেন কি পারবেন না সেটি সময়ই বলে দেবে।

তবে আজ চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে ব্যর্থ হলেন কেন উইলিয়ামসন ও বিরাট কোহলি দুজনই।

আজ ফাইনালে টস জিতে আগে ব্যাট করে নিউজিল্যান্ড। উইলিয়ামসন এক চারে ১৪ বলে ১১ রান করে আউট হন। তিনি কট অ্যান্ড বল হন কুলদিপ যাদবের বলে।

নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে করে ২৫১ রান। জবাব দিতে নেমে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারত তুলেছে ২২ ওভারে ২ উইকেটে ১১৫।

কোহলি এদিন নিজের মোকাবেলা করা দ্বিতীয় বলেই ফিরে যান। ব্রেসওয়েলের বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন কোহলি। রিভিউ নিলেও শেষ রক্ষা হয়নি তার।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত