মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

জামায়াত আমিরের সঙ্গে রাশিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী রাশিয়া : তাহের

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০২:১৩ এএম

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজা-ার জি. খোজিন। গতকাল বৃহস্পতিবার সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে  সৌজন্য সাক্ষাৎ করতে আসেন রাশিয়ার রাষ্ট্রদূত। এ সময় তাদের মধ্যে দ্বিপক্ষীয় নানান বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতের পর জামায়াতের নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, জামায়াতে ইসলামী আগামী দিনে কেমন বাংলাদেশ  দেখতে চায় সে বিষয়ে অবহিত করা হয়েছে রাশিয়ার রাষ্ট্রদূতকে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সহায়তার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানানো হয়েছে। এ ছাড়া বাংলাদেশে বিনিয়োগ করতে রাশিয়া আগ্রহী বলে জানান তিনি।

জানা গেছে, নির্বাচনের সময় নিয়েও দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। তাহের বলেন, এটাই প্রথম যে, রাশিয়ান কোনো রাষ্ট্রদূত আমাদের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করে গেলেন। আমাদের সঙ্গে তাদের যোগাযোগ ছিল, আছে। কিন্তু অফিশিয়ালি এটাই প্রথমবার রুশ রাষ্ট্রদূতের এখানে আসা।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য  মোবারক হোসাইন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত