বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

রেলে অনলাইনে টিকিট যুদ্ধ বাসে নেই ভিড়

  • আধা ঘণ্টায় ২০ লাখ মানুষের হিট
  • শুরুতেই শেষ উত্তরাঞ্চলের সব টিকিট
  • বাস টার্মিনালে ভিড় নেই ঈদযাত্রার টিকিট
আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১১:০৭ পিএম

ঈদে ঘরমুখী যাত্রীদের জন্য রেলওয়ে ও বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকেই ট্রেনের টিকিট অনলাইনে ও বাসের টিকিট অনলাইনের পাশাপাশি কাউন্টারে বিক্রি হচ্ছে টিকিট। ট্রেনের টিকিট কাটতে শুরুর দিনেই আধা ঘণ্টায় ২০ লাখ মানুষ হিট করে। অন্য দিকে বাসের টিকিট কাটতে প্রথম দিনে উপচেপড়া ভিড় দেখা যায়নি।

রেলওয়ে সূত্র থেকে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট শুক্রবার সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয়। এ সময় দেওয়া হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। এ ছাড়া দুপুর ২টা থেকে দেওয়া হয় পূর্বাঞ্চলের টিকিট। শুক্রবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট ছাড়ার আধা ঘণ্টার মধ্যেই রেলসেবা অ্যাপ ও ওয়েবসাইটে টিকিট কাটার জন্য ২০ লাখ হিট করে। টিকিট বিক্রি শুরুর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে উত্তরাঞ্চলের ট্রেনের সব টিকিট।

সকাল ৮টা ৯ মিনিটের দিকে রেলসেবা অ্যাপে প্রবেশ করে দেখা যায়, উত্তরাঞ্চলে চলাচল করা নীলসাগর, একতা, চিলাহাটি, কুড়িগ্রাম, দ্রুতযান, পঞ্চগড়, পদ্মা, ধুমকেতু, সিল্কসিটি ও বনলতা এক্সপ্রেসের সব টিকিটই বিক্রি হয়ে গেছে। ৯ মিনিটের মধ্যেই অগ্রিম টিকিট বিক্রি শেষ। একই অবস্থা ঢাকা-খুলনা রুটের ট্রেনের। এদিকে পূর্বাঞ্চলের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয় গতকাল দুপুর ২টা থেকে।

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, ‘দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে মাত্র ৩০ মিনেটে ১৭ লাখ মানুষ হিট করেছে ১৭ হাজার টিকিটের বিপরীতে। ১৪ মার্চ দেওয়া হয়েছে আগামী ২৪ মার্চের অগ্রিম টিকিট। আজকে (গতকাল) টিকিট কাটলে ২৪ তারিখে ট্রেনে ঈদযাত্রা করতে পারবেন যাত্রীরা। তাছাড়া ঢাকা থেকে পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলে চলাচল করা ৪৩টি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ (গতকাল) থেকে। সব মিলিয়ে অনলাইনে প্রায় ৩৩ হাজার ২৫৭টি টিকিট বিক্রি হবে।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এ অঞ্চলে প্রায় ১৫ হাজার ৭৭৩টি টিকিট বিক্রি হয়। টিকিট বিক্রির ৮ থেকে ৯ মিনিটের মধ্যে মোটামুটি সব টিকিট বিক্রি হয়ে গেছে। যাত্রীদের চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা কম হওয়ায় সবাই টিকিট পাচ্ছে না।’

এদিকে সায়েদাবাদ, মহাখালী, গাবতলী বাস টার্মিনালগুলোয় গিয়ে দেখা যায়, ঈদযাত্রায় অগ্রিম টিকিট কিনতে প্রথম দিন ভিড় নেই যাত্রীদের। যদিও বাংলাদেশ বাস-ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল থেকে ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় বাস টার্মিনালগুলোতে। বাসের অগ্রিম টিকিটের ক্ষেত্রে যাত্রীদের বেশি চাহিদা শেষের দিকের যাত্রার টিকিটে। 

গতকাল সরেজমিনে দেখা যায়, বেশিরভাগ বাসের ক্ষেত্রেই অর্ধেকের বেশি টিকিট কাউন্টারে রাখা হয়েছে। অনলাইনে টিকিট কাটা যায়। তবে বেশি টিকিট কাউন্টারে রাখছেন বাস মালিকরা। তবে টার্মিনালগুলোতে এখনো ভিড় দেখা যায়নি যাত্রীদের। 

কল্যাণপুরে অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে জানতে চাইলে শ্যামলী পরিবহনের এক টিকিট বিক্রেতা মো. রাকিবুল ইসলাম বলেন, ‘আমাদের বেশিরভাগ টিকিট কাউন্টারে দেওয়া হয়েছে। সেই সঙ্গে অনলাইনেও চাইলে কাটতে পারবে যাত্রীরা। তবে বিক্রির চাহিদা দেখা যাচ্ছে শেষ দিকের যাত্রায়। তাছাড়া বিআরটিএর নির্ধারিত ভাড়ায় প্রতিটি টিকিট বিক্রি করা হচ্ছে।’ 

হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন বলেন, ‘টিকিট মোটামুটি বিক্রি হচ্ছে। তবে যাত্রীদের চাপ বেশি লক্ষ্য করা যাচ্ছে ২৫, ২৭ ও ২৮ তারিখের টিকিটের জন্য। আমাদের প্রতিটা রুটে শিডিউল অনুযায়ী যেসব গাড়ি চলে তার বাইরেও চার-পাঁচটি অতিরিক্ত গাড়ি চালানো হবে যাত্রীদের চলাচলের সুবিধার জন্য। তবে সড়কের অবস্থা নিয়ে আমরা কিছুটা চিন্তায় আছি। উত্তরাঞ্চলের মহাসড়কে কাজ চলছে। সেগুলো যথাসময়ে মেরামত না হলে যাত্রী পরিবহন অসুবিধা হতে পারে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত