সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ঝিকরগাছা

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ছাত্রদল নেতাসহ আটক ৪

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১২:১১ এএম

যশোরের ঝিকরগাছায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ যুবককে আটক করেছে পুলিশ। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের একটি লিচু বাগানে ঘটনাটি ঘটেছে।

আটকরা হলেন- গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত (২২), জাকির হোসেনের ছেলে জাবেদ হোসেন (২৮), শরিফুল ইসলামের ছেলে মামুন হোসেন বাপ্পি (২১) ও উজ্জল হোসেনের ছেলে আমিনুর রহমান (২০)।

এলাকাবাসী জানিয়েছে, আটকদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন বাপ্পি গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ইয়াসির আরাফাত দপ্তর সম্পাদক।

ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান খান জানান, পাশের মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের রাজগঞ্জ গ্রামের এক তরুণী (১৯) বেনাপোল খালাবাড়ি থেকে ফেরার পথে গদখালী বাজারে নামে। এরপর গদখালী বাজারে ফুলের আমিনুর রহমানের ফুলের দোকানে গেলে চার বন্ধুর সঙ্গে পরিচয় হয়।

সেই সূত্রে ওই কিশোরীকে গদখালী এলাকায় ফুলবাগান দেখাতে নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে পটুয়াপাড়া গ্রামের জাবেদ হোসেনদের লিচুবাগনে নিয়ে তারা ধর্ষণ করে। এসময় ওই তরুণী ঝিকরগাছা থানায় ফোন দেন। কর্তব্যরত কর্মকর্তাকে ঘটনা জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এরপর অভিযুক্তদের পরিচয় উদঘাটন করে তাদের আটক করা হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী, নাভারণ (সার্কেল) এএসপি নিশাত আল নাহিয়ান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ধর্ষণের অভিযোগে ঝিকরগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানিয়েছেন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত