শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

হামজার বাংলাদেশ নয় বাংলাদেশের হামজা

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৬:৫২ এএম

হামজা দেওয়ান চৌধুরীর বাংলাদেশের জার্সিতে অভিষেকের আর কয়েক দিনের অপেক্ষা। আজ তিনি যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। শেফিল্ড ইউনাইটেডকে জিতিয়ে রবিবার রাতে বাংলাদেশের বিমান ধরেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা। সোমবার সিলেটে পা রেখে সিক্ত হয়েছে হাজারো ভক্ত-সমর্থকের ভালোবাসায়। বিমানবন্দর থেকে হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামে পৌঁছানোর পথেও পেয়েছেন শত শত মানুষের উষ্ণ অভ্যর্থনা। ভালোবেসে ঘরের ছেলেকে বরণ বিপত্তিও ঘটেছে। নিরাপত্তা দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তাদের। হামজাকে নিয়ে এই উন্মাদনা অনুমিতই। হবে নাই বা কেন?

লেস্টার সিটির একাডেমিতে বেড়ে ওঠার পর থেকে নিজ যোগ্যতায় সেই ক্লাবের হয়ে খেলছেন। রীতিমতো ঘরের ছেলেতে পরিণত হয়েছেন। ধারে এ মৌসুমে শেফিল্ড ইউনাইটেডে খেলছেন এবং নিজের ছাপও রেখে চলেছেন। শেফিল্ডের জোরালো সম্ভাবনা রয়েছে শীর্ষ লিগে উঠে আসার। তো, সেই হামজা আলোচনার কেন্দ্রে থাকবেন খুব স্বাভাবিক। তবে সামনের কঠিন পথ পাড়ি দিতে হলে এক হামজাকে দিয়ে যে চলবে না বাংলাদেশের। ২৫ মার্চ শিলংয়ে ভারতকে কাঁদাতে হলে একই সঙ্গে জ্বলতে হবে গোটা দলকে। তাই হামজার বাংলাদেশ নয়, হামজা হয়ে উঠুন বাংলাদেশের এমন প্রত্যাশা ফুটবল পন্ডিতদের।

শেষ পর্যন্ত হামজা বাংলাদেশের হতে পারবেন কি না, সেটা সময়ই বলে দেবে। তার আগে সোমবার দিনটি এই যুক্তরাজ্য প্রবাসীর জন্য ছিল একেবারেই অন্যরকম। সকালে মা, স্ত্রী, তিন সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে সিলেটে নামার পর থেকেই বুঝতে পারছিলেন দিনটা শুধুই ভালোবাসা পাওয়ার। বিমানবন্দরের ভেতরে বাফুফের কর্তারা প্রথম ফুল দিয়ে তাকে বরণ করে নেন। বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীরাও প্রিয় তারকাকে কাছে পেয়ে মিটিয়ে নেন অটোগ্রাফ-ফটোগ্রাফের আবদার। ম্যাচ খেলা ধকল সামলে ওঠার আগেই দীর্ঘ বিমানযাত্রা স্বাভাবিকভাবেই ক্লান্ত থাকার কথা তার। তবে মানুষের ভালোবাসায় সেই ক্লান্তিনিমেষে উধাও হয়ে যায়। অন্তত তার হাস্যজ্বল মুখই দিয়েছে তার প্রমাণ। প্রায় এক ঘণ্টা পর আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর থেকে বের হয়ে আসেন তিনি। তখনই তাকে ঘিরে ধরে শত শত সংবাদকর্মী। হুলুস্থুলের মধ্যে সাংবাদিকদের প্রশ্নই ঠিকভাবে শুনতে পারছিলেন না তিনি। তারপরও চেষ্টা করলেন জবাব দেওয়ার। প্রথমে ইংরেজিতে তিনি বলেন, ‘এমন অভূতপূর্ব দৃশ্য দেখে আমি মুগ্ধ। অসাধারণ লাগছে। আশা করি আমরা একাধিক ম্যাচই জিতব এবং খুব দ্রুতই আমরা উন্নতি করব।’ এরপর সাংবাদিকরা হামজার কণ্ঠে বাংলায় শুনতে চাইলে সিলেটি ভাষায় জবাব দেন, ‘ইনশাআল্লাহ আমরা উইন খরমু। আমরার বিগ ড্রিম আছে। আমি কোচ হাভিয়েরের লগে মাতিসি। আর ইনশাআল্লাহ আমরা উইন খরিয়া প্রগ্রেস খরতাম ফারমু।’

এরপর ছাদখোলা জিপে তার শুরু হয় বাহুবল উদ্দেশে যাত্রা। যেখানে আগে থেকেই অপেক্ষা করছিলেন হাজারো সমর্থক। বিকেলে স্নানঘাটে পৌঁছানোর পর হাজার হাজার মানুষ তাকে ফুল দিয়ে বরণ করেন। হামজা আসবেন বলেই তার বাড়ি সাজানো হয়েছিল বর্ণিল সাজে। বাড়িমুখী পথ ভরে উঠেছিল অসংখ্য তোড়নে। বাড়ির পাশের খালি জায়গায় ছোট একটি মঞ্চও তৈরি করা হয়। সেখানে হাজারো সমর্থকের ভালোবাসার প্রতিদান দেন। নিজেই এক সময় দেন বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান।

হামজার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী ছেলের আগমনে এবং জাতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্তে ভীষণ আপ্লুত। আগে হামজা আসতেন বাবা-মায়ের ইচ্ছায়। এবার তার আসা নিজের ইচ্ছায় দেশকে প্রতিনিধিত্ব করতে। তাই তিনি আবেগতাড়িত হয়ে বলেন, ‘ওকে তো ছোটবেলা থেকেই সঙ্গে করে নিয়ে আসতাম। এবার হামজাই চেয়েছিল এখানে একদিন থাকতে। পরে তাবিথ সাহেবও (বাফুফে সভাপতি তাবিথ আউয়াল) বলেছেন, ঠিক আছে। শেকড়ের টানেই সে গ্রামের বাড়িতে যাচ্ছে।’ তবে ছেলেকে নিয়ে অনেক বড় আয়োজন করতে দেননি মোর্শেদ দেওয়ান চৌধুরী, ‘অনেকেই সংবর্ধনার আয়োজন করতে চেয়েছিলেন। কিন্তু আমি বারণ করেছি। রমজান মাসে অনেক লম্বা সফর করেছে পুরো পরিবার। তারপর আমি নিজে বাড়িতে ইফতারের ছোট্ট আয়োজন করেছি। যেহেতু দেশের বিভিন্ন স্থান থেকে মানুষজন এসেছেন। তাই সবার সম্মানে এ আয়োজন। আজ (গতকাল) রাত বাড়িতে থাকার পর আগামীকাল (আজ) সবাই মিলে ঢাকায় চলে যাব।’

বাহুবলে বারবার ফেরার সুযোগ হবে হামজার। তবে সেখানে বেশি সময় কাটানোর সুযোগ নেই। তার যে আছে দেশের প্রতি কর্তব্য। তিনি সিলেটে সর্বশেষ বাংলাদেশে এসেছিলেন ২০১৪ সালে। তবে ১১ বছর পর এবারের আসাটা বিশেষ কারণ বাংলাদেশের হয়ে খেলবেন বলেই। সবার আশা ২৫ মার্চ ভারতকে থমকে দিতে সেরাটা দিয়ে ঝাঁপাবেন তিনি। তবে তার চেষ্টা স্বার্থক হবে তখনই, যখন পুরো দলই একইভাবে ভারতকে আটকাতে চেষ্টা করবে। সম্মিলিত প্রচেষ্টাতেই যে মিলে যায় সাফল্য।

আজ সকালে হাভিয়ের কাবরেরার দল সৌদি আরবে দুই সপ্তাহের ক্যাম্প সেরে দেশে ফিরেছে। হামজা আজ দলের সঙ্গে যুক্ত হবেন। ঠিক তখন থেকেই শুরু হবে হামজার পুরোপুরি বাংলাদেশের হওয়ার আনুষ্ঠানিক যাত্রা।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত