বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

উদ্বোধনের দুই মাসেই মিলনায়তনে ফাটল

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৭:০০ এএম

উদ্বোধনের ২ মাসের মধ্যেই ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নান্দনিক মিলনায়তনের ছাদ ও কলামের বিভিন্ন জায়গায় ফাটল  দেখা দিয়েছে। পাশাপাশি ছাদ থেকে পানি চুয়ে দেয়াল হয়েছে স্যাঁতসেঁতে, ছাদে জমেছে শেওলা। বিভিন্ন জায়গা থেকে রঙ খসে পড়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ও মানসম্পন্ন যন্ত্রপাতি ব্যবহার না করায় ভবনের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে। মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহারের জন্য মৌখিকভাবে অনুরোধ জানালেও তা আমলে নেওয়া হয়নি। তাই কাজ শেষ হতে না হতেই ভবনের পিলার, ছাদ, দেয়াল ও মেঝের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিগত প্রশাসনের দুর্নীতি ও লুটপাটের ফলে কাজের মান খুবই খারাপ হয়েছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে অদক্ষ লোকদের কাজ দেওয়া হয়েছে। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় দুই মাস না যেতেই ফাটল দেখা দিয়েছে।

জানা যায়, বিভিন্ন সময়ে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী কামরুল ইসলাম ও সহকারী এস্টেট অফিসার আশফাক আহমেদকে প্রকৌশল দপ্তর থেকে অন্য শাখায় বদলি করা হয়। ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী কামাল মোল্লা ২০১২ সালে বিশ^বিদ্যালয়ে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। প্রকৌশল দপ্তরে খোঁজ নিয়ে জানা যায়, ২০১৩ সালে

মিলনায়তন ভবন নির্মাণকাজ শুরু হয়ে ২০১৮ সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বিগত প্রশাসনের অব্যবস্থাপনার ফলে মিলনায়তনের নির্মাণকাজ ১২ বছর পর শেষ হয়েছে।

অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী কামাল মোল্লা বলেন, ‘অডিটোরিয়ামের প্লাস্টারে খালি চোখে দেখা যায় না এমন ফাটল দেখা দিয়েছে। এটাতে স্থাপনার কোনো ক্ষতি হবে না। আমাকে বিতর্কিত করার জন্য একটি মহল এটাকে বড় করার চেষ্টা করছে।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলাম বলেন, ‘ইঞ্জিনিয়ারিং শাখা থেকে অডিটোরিয়ামে ফাটলের বিষয়ে জানানো হয়নি। তবে আমি শুনেছি ছাদে ফাটল এসেছে। এটা আগের প্রশাসনের প্রকল্প। কন্ট্রাকটর কাজ না করেই টাকা উঠিয়ে নিয়ে পালিয়েছে। এটা জলছাদের মাধ্যমে রিপেয়ার করা যাবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত