জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে উচ্চ আদালত। জাগপার নিবন্ধন প্রশ্নে দেওয়া রুল মঞ্জুর করে গতকাল বুধবার বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। হাইকোর্টের এ রায়ের ফলে জাগপা নিবন্ধন ফিরে পাচ্ছে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা। আদালতে জাগপার পক্ষে শুনানি করেন দলটির চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়া প্রধান। ব্যারিস্টার তাসমিয়া প্রধান দেশ রূপান্তরকে বলেন, ‘জাগপার নিবন্ধন বাতিল করেছিল ইসি। আজ (গতকাল) হাইকোর্ট সেই সিদ্ধান্তটি বাতিল করেছেন। ফলে জাগপার নিবন্ধন পেতে কোনো বাধা নেই।’