রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

হাইকোর্টের রায়

অস্ত্র মামলার সাজা থেকে খালাস পেলেন বাবর

আপডেট : ২০ মার্চ ২০২৫, ০৭:১২ এএম

১৭ বছরের বেশি সময় আগে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ১৭ বছরের সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সাজার বিরুদ্ধে তার আপিল মঞ্জুর করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়। আইনজীবী সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৮ মে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাজধানীর গুলশানে বাবরের বাসা থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করার অভিযোগে একই বছরের ৩ জুন গুলশান থানায় অস্ত্র আইনে মামলা হয়। একই বছরের ৩০ অক্টোবর ঢাকার একটি বিশেষ আদালত বাবরকে ১৭ বছরের কারাদ-াদেশ দেয়। রায়ের বিরুদ্ধে তিনি একই বছর হাইকোর্টে আপিল করেন। এর ধারাবাহিকতায় শুনানি শেষে হাইকোর্টে এ রায় হলো। বাবরের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত