কিছুদিন আগেই চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালকে দেখা গেছে তার নতুন বান্ধবী আরজে মাহভাশের সঙ্গে। তখনও ধনশ্রী ভার্মার সঙ্গে চাহালের বিচ্ছেদ হয়নি। গত বৃহস্পতিবার আদালতে তাদের বিচ্ছেদ প্রক্রিয়া শেষ হয়েছে। এরপরই ধনশ্রীর এক পোস্টের সৌজন্যে তৈরি হয়েছে নতুন জল্পনার।
ধনশ্রী সম্প্রতি একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। চাহালের সঙ্গে বিচ্ছেদের দিনই সেই মিউজিক ভিডিও রিলিজ হয়, যেটার বিষয়বস্তু স্বামীর পরকীয়া এবং গার্হস্থ্য হিংসা। এতে দেখা যাচ্ছে ধনশ্রী অভিনীত চরিত্রটির স্বামীর অন্য নারীদের সঙ্গে সম্পর্ক আছে, যা দেখে ফেলেছেন ধনশ্রী। বিভিন্ন সময় তার উপর হাত তোলা হয়েছে। মিউজিক ভিডিওটিতে ধনশ্রীকে চড় মেরেছেন তার স্বামী। মাথা ঠুকে দেওয়া হয় আয়নায়।
শেষ পর্যন্ত মঙ্গলসূত্র খুলে ব্যাগ গুছিয়ে স্বামীর বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন ধনশ্রী। গানের একটি লাইনে বলা হয়েছে, ‘প্রিয়জনকে অন্যের বিছানায় শুতে দেখেছি’। বিবাহবিচ্ছেদের পরই এমন একটি মিউজিক ভিডিও প্রকাশ্যে আসায় আবার দুজনের বিষয়ে আলোচনা শুরু হয়েছে। এই মিউজিক ভিডিওর মাধ্যমে ধনশ্রী কী বার্তা দিলেন- সেটাই আলোচনার বিষয়। যদিও এ বিষয়ে ধনশ্রী মুখ খোলেননি।
২০২০ সালের ডিসেম্বরে চাহাল-ধনশ্রীর বিয়ে হলেও ২০২২ সালের জুন মাস থেকেই তারা আলাদা থাকছিলেন। গত ৫ ফেব্রুয়ারি তারা আদালতে বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেন। ধনশ্রীকে খোরপোশ হিসেবে ৪ কোটি ৭৫ লক্ষ রুপি দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। আইপিএল শুরুর দুই দিন আগেই চাহালের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শেষ হয়। এই মৌসুমে চাহাল খেলবেন পাঞ্জাব কিংসের হয়ে।