সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ফেনী সীমান্তে সোমালিয়ান নাগরিক আটক

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৬:০৭ পিএম

ফেনীর পরশুরামের নিজকালিকাপুর সীমান্ত থেকে এক সোমালিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২২ মার্চ) ভোরে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, সোমালিয়ান নাগরিকের নাম আবদেয়ালি মোহাম্মদ আলী। তিনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, পরশুরামের নিজকালিকা বিওপির টহল দল বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে বিজিবি টহল দল তাকে আটক করে। আটককৃত ব্যক্তিকে ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পরশুরাম মডেল থানায় সোপর্দ করা হয়।

ফেনী বিজিবির পরিচালক (অধিনায়ক) লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত