বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

সন্দ্বীপ

যুবদল নেতার বিচার চেয়ে সংবাদ সম্মেলন

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৯:১৩ পিএম

চট্টগ্রামের সন্দ্বীপে দুই সহোদরকে মারধর করে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সদস্যসচিব এম এ আজিজের বিরুদ্ধে। গত ১৯ মার্চ তাদের দুই দফা মারধর করা হয় অভিযোগ করে আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করেন দুই সহোদর ইয়াসির আরাফাত ও মেহেদী হাসান।

তাদের অভিযোগ, এম এ আজিজের সন্ত্রাসী বাহিনী গত ১৯ মার্চ ইফতারের পরে সারিকাইত চৌরাস্তা মোড়ে প্রথমে ইয়াসির আরাফাতকে মারধর করে। পরে দুই ভাই থানায় অভিযোগ করতে গেলে পুলিশের উপস্থিতিতেই ৭০/৮০ জন সশস্ত্র সন্ত্রাসী মারাত্মকভাবে তাদের রক্তাক্ত করে। এ হামলায় এম এ আজিজ সরাসরি নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ তাদের। পরে স্থানীয় জনতা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

তারা আরও দাবি করেন, এম এ আজিজ তাদের হাসপাতালে গিয়েও হুমকি দেন। পরে নিরাপত্তাহীনতা ও উন্নত চিকিৎসার জন্য তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তাদের পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে উল্লেখ করে তারা প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

জমি নিয়ে বিরোধের জেরে চাচা আবুল কালাম ও জেঠাতো ভাইয়ের ছেলে মহিউদ্দিনের ইন্ধনে দুই সহোদরের ওপর এ হামলা হয় বলে মনে করেন ইয়াসির আরাফাত ও মেহেদী হাসান।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত