রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
দেশ রূপান্তর

ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনি

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০১:৫৭ এএম

মুন্সীগঞ্জ শহরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কোর্টগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরীকে কয়েক দফায় গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের ভেতর আটকে তাকে গণপিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে পৌঁছে নৈশপ্রহরীকে উদ্ধার করে হাসপাতালে  নেওয়ার সময় আবারও গণপিটুনি দেওয়া হয়।

পরে নৈশপ্রহরীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতাল ঘেরাও করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হয় সেনাবাহিনীর সদস্যরা। চিকিৎসার জন্য দুপুরে নৈশপ্রহরীকে ঢাকায় নেওয়ার চেষ্টা করলে তৃতীয় দফায় তাকে মারধর করে বিক্ষুব্ধ জনতা।

ভুক্তভোগী স্কুলছাত্রীর বড় ভাই বলেন, ‘২৬ মার্চ উপলক্ষে সোমবার সকালে প্রস্তুতিমূলক অনুষ্ঠানে স্কুলে যায় আমার ছোট বোন। এ সময় শ্রেণিকক্ষ ফাঁকা পেয়ে তাকে দ্বিতীয় তলায় নিয়ে যান নৈশপ্রহরী আবুল। পরে শ্রেণিকক্ষে তার সঙ্গে পাশবিক নির্যাতনের চেষ্টা চালায় সে (আবুল)।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত