মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

পর্তুগাল দলে ডাক পেলেন রোনালদো জুনিয়র

আপডেট : ০৬ মে ২০২৫, ০৭:৪৪ পিএম

ফুটবল প্রেমীদের কাছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নতুন করে চেনানোর দরকার নেই। পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী, আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা। কারো কারো মতে তিনি সর্বকালের সেরাদের একজন। এবার বাবার পথ অনুসরণ করে পর্তুগাল দলে ডাক পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। রোনালদোর বড় ছেলেকে এর আগে দেখা গেছে ক্লাবের বয়স ভিত্তিক দলে আলো ছড়াতে।

প্রথমবারের মতো পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছেন রোনালদো জুনিয়র। বাবার পথই অনুসরণ করলেন ছেলে। ২০০১ সালে রোনালদো পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে খেলেছিলেন।

ছেলে বয়সভিত্তিক দলে ডাক পেতেই রোনালদো ইনস্টাগ্রামে খুশির খবরটি দিয়ে লিখেছেন, ‘আমি তোমাকে নিয়ে গর্বিত, ছেলে।’ বাবার মতোই ছেলে ফরোয়ার্ড হিসেবে খেলতে পছন্দ করেন। ১৪ বছর বয়সী রোনালদো জুনিয়র এখন খেলছেন সৌদি ক্লাব আল-নাসরের বয়সভিত্তিক দলে। এর আগে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্তাসের বয়স ভিত্তিক দলে খেলেছেন। ওই সময়টাতে বাবা রোনালদোও খেলতেন একই ক্লাবের হয়েই।

ভালটকো মার্কোভিচ ইয়ুথ টুর্নামেন্টে পর্তুগাল খেলবে জাপান, গ্রিস ও ইংল্যান্ডের বিপক্ষে। টুর্নামেন্টটি হবে ক্রোয়েশিয়ায় এই মাসের ১৩-১৮ তারিখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত