শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

আজাদ প্রোডাক্টস রত্নগর্ভা হলেন ৩৫ মা

আপডেট : ১২ মে ২০২৫, ০৭:৪০ এএম

বিশ্ব মা দিবস উপলক্ষে আজাদ প্রোডাক্টসের উদ্যোগে এবার ৩৫ জন মাকে ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড-২০২৩-২৪’ দেওয়া হয়েছে। গতকাল রবিবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড আয়োজন করা হয়। মা দিবস উপলক্ষে বিশেষ ক্যাটাগরিতে ১০ জন মা এবং সাধারণ ক্যাটাগরিতে ২৫ জন মা নির্বাচিত করা হয়। সেই সঙ্গে আরেফিন বাদলকে ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অনুষ্ঠানে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, রত্নগর্ভা অনুষ্ঠানটি আমাদের দেশের জন্য বিরল ধারণা ছিল। এর যাত্রা শুরু করেছে আজাদ প্রোডাক্টস। আমাদের যাদের মা নেই, তারাই কেবল মায়ের মর্ম বুঝতে পারি। মা শব্দটি অন্তরের গভীর থেকে আসে। মায়েরা আমাদের যেভাবে বুকে ধারণ করেছেন, যেন সেভাবেই মাকে বুকে রাখি। সন্তানদের চেষ্টায় মা-বাবাদের জন্য  বৃদ্ধাশ্রমগুলোর দরজা বন্ধ হোক।

স্বাগত বক্তব্যে আজাদ প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ভিউ কার্ড বিক্রির মাধ্যমে আজাদ প্রডাক্টসের যাত্রা শুরু হয়েছে। এর জন্য প্রথম সহযোগিতা করেন ‘তারকালোক’ সম্পাদক আরেফিন বাদল। এমন সহযোগিতার পারিবারিক শিক্ষা থেকে পাওয়া। তা ছাড়া, আমাদের রত্নগর্ভা মা অনুষ্ঠানটি ২১তম বর্ষবরণ। ২০০৩ সাল থেকে এই অনুষ্ঠানটি করে আসছি। যতই দিন যাচ্ছে অনুষ্ঠানটির জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা তত বৃদ্ধি পাচ্ছে। সৃষ্টি সুখের উল্লাসে মায়েদের আনন্দ করার দিন হলো মা দিবস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চ্যানেল আই এর পরিচালক শাইখ সিরাজ, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. মো. সবুর খান, প্রক্ষাত অভিনেতা আবুল হায়াত প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত