বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

মুন্সীগঞ্জে দুই ফার্মেসিকে জরিমানা

আপডেট : ১২ মে ২০২৫, ০৫:৩২ পিএম

মুন্সীগঞ্জ সদরে মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদের অপরাধে দুটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১২ মে) দুপুরে সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মস্তান বাজার এলাকার অভিযান চালিয়ে ওই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। 

তিনি জানান, দুপুর ১২ টা থেকে ১ টা থেকে ওই এলাকার মামুন ড্রাগ হাউজ ও মনোয়ারা ফার্মেসিতে অভিযান চালান। এসব ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুদ করার প্রমাণ পাওয়া যায়। এসময় ওই দুই ফার্মেসির মালিককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত