বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

২০২৫ তারকা ক্রিকেটারদের অবসরের বছর!

আপডেট : ১২ মে ২০২৫, ১০:১৭ পিএম

২০২৫ সালের পঞ্চম মাস অর্থাৎ মে মাস এর আজ ১২তম দিন। এরই মধ্যে অনেক ক্রিকেটারই অবসরের ঘোষণা দিয়েছেন। কেউ অবসর নিয়েছেন টেস্ট থেকে তো কেউ ওয়ানডে থেকে। আবার পুরো আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন এমন ক্রিকেটারও আছেন তালিকায়।

সবশেষ, আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেট টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন ২০২৪ বিশ্বকাপের পরই। কোহলি সর্বশেষ টেস্ট খেলেন গেল জানুয়ারিতে। দুদিন ধরেই গুঞ্জন ছিল লাল বলের ফরম্যাট থেকে অবসর নিতে যাচ্ছেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছিল কোহলি আরও খেলুক। তবে আজ নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি।

এর আগে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রোহিত শর্মা। গেল ৭ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে টেস্ট ছাড়ার ঘোষণা দেন তিনি। রোহিতও এখন কোহলির মতো শুধু ওয়ানডেতেই খেলবেন।

এ বছরের প্রথম পাঁচ মাসের মধ্যে অবসর ঘোষণা দেওয়ার তালিকায় আছেন বাংলাদেশি ক্রিকেটারও। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছিলেন মাহমুদউল্লাহ। গেল ১২ মার্চ তিনি ওয়ানডে ফরম্যাট থেকেও অবসরের ঘোষণা দেন। তাতে আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাট থেকেই অবসর নেওয়া হয় মাহমুদউল্লাহর।

মাহমুদউল্লাহর আগে ওয়ানডে ছাড়ার ঘোষণা দেন মুশফিকুর রহিম। গেল ৭ মার্চ ওয়ানডে থেকে অবসর নেন তিনি। মুশফিক ২০২২ সালেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেনন। তবে এখনও টেস্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মুশফিক।

২০২৩ এর জুলাইতে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন তামিম ইকবাল। পরে তৎকালীন প্রধানমন্ত্রীর অনুরোধে ফিরেছিলেন। দেড় বছরের ব্যবধানে আবারও সরে দাঁড়ান। গেল ১০ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন তামিম।

এবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল অস্ট্রেলিয়া। ভারতের কাছে সেমিফাইনালে হারের পরদিন ওয়ানডে ফরম্যাট ছাড়ার ঘোষণা দেন স্টিভেন স্মিথ। তবে স্মিথ এখনও ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নেননি।

ওয়ানডে ফরম্যাট ছাড়েন আরেক অস্ট্রেলিয়ান মার্কাস স্টয়নিসও। গেল ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরুর প্রায় দুই সপ্তাহ আগে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেন অলরাউন্ডার স্টয়নিস। শুধু টি-টোয়েন্টিতে মনযোগ দিতেই ৫০ ওভারের খেলা ছাড়েন তিনি।

বছরের শুরুর দিকে অর্থাৎ গেল জানুয়ারি মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মার্টিন গাপটিল। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে নিউজিল্যান্ডের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ৩৬৭ ম্যাচ খেলেন গাপটিল।

শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুনারত্নে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন শততম টেস্ট খেলে। গলে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের শততম টেস্টটি খেলেন তিনি। করুনারত্নে অবশ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি কখনো।

সামনে জুনে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ২০২৬ সালে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ। এই বছরের বাকি সময়টাতে হয়তো আরও তারকা ক্রিকেটারের অবসরের খবর শুনতে হবে ভক্তদের।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত