শনিবার, ১৪ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

হবিগঞ্জে সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

আপডেট : ১৩ মে ২০২৫, ১২:৪১ এএম

হবিগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইকে যাত্রী ওঠানো নিয়ে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন। গতকাল সোমবার দুপুরে শহরের দুই নম্বর পুল এলাকায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সদর মডেল থানার ওসি  একেএম শাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত