মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

অবসর নেওয়ায় রোহিত-কোহলির বেতন কি কমছে?

আপডেট : ১৫ মে ২০২৫, ১১:৫১ এএম

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেটের দুই মহারথী রোহিত শর্মা আর বিরাট কোহলি। বোর্ডের সঙ্গে বার্ষিক চুক্তিতে দুজনেই আছেন এ+ গ্রেডে। বছরে তাদের বেতন ৭ কোটি রুপি। তবে টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিলেও দুজনের বেতন আপাতত কমছে না। এমনটাই জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিত শইকিয়া।

রোহিত এবং কোহলি টেস্ট থেকে অবসর ঘোষণা করার আগেই বোর্ড বার্ষিক চুক্তি ঘোষণা করেছিল। ফলে এখন অবসর নিলেও তাদের সেই চুক্তিতে কোনো পরিবর্তন হচ্ছে না। সংবাদ সংস্থা এএনআইকে শইকিয়া বলেন, ‘কোহলি এবং রোহিতের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেটাই থাকছে। টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিলেও চুক্তিতে কোনো পরিবর্তন হচ্ছে না। তারা ভারতীয় ক্রিকেটের অংশ। চুক্তি অনুযায়ী সব সুযোগ সুবিধাই তারা পাবে।’

ভারতের হয়ে ১৪ বছরে ১২৩ টেস্টে ৪৬.৮৫ গড়ে ৯ হাজার ২৩০ রান করেছেন কোহলি। এই ফরম্যাটে তিনি ৩০টি সেঞ্চুরি করেছেন। পরিসংখ‌্যানের দিক থেকে বিচার করলে লাল বলের ক্রিকেটে ভারতের সর্বকালের সেরা অধিনায়কের নাম কোহলি। ৬৮ টেস্টে নেতৃত্ব দিয়ে জিতেছেন ৪০টি। অন্যদিকে ১১ বছরে ৬৭টি টেস্ট খেলে ৪ হাজার ৩০১ রান করেছেন রোহিত। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সেই ফরম্যাট থেকেও দুজনে অবসর নিয়েছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত