মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

পর্দার আড়ালের কোন ঘটনায় অবসর নিলেন কোহলি?

আপডেট : ১৫ মে ২০২৫, ০২:১২ পিএম

ভারতের ব্যাটিং কিং বিরাট কোহলির টেস্ট থেকে অবসরের দুই দিন পেরিয়ে গেছে। কিন্তু জল্পনা থামছে না। ভারতীয় মিডিয়ায় গুঞ্জন আছে, পারফর্মেন্সের কারণে দল থেকে বাদ পড়ার মুখে ছিলেন কোহলি! প্রধান নির্বাচক অজিত আগরকার নাকি কোহলির ভবিষ্যত পরিকল্পনা জানতে চেয়েছিলেন। এসব খবরের মাঝেই কোহলিকে নিয়ে মুখ খুললেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ কাইফ।

বার্তা সংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাৎকারে কাইফ বলেছেন, ‘আমার মনে হয় সে এই (টেস্ট) সংস্করণে খেলে যেতে চেয়েছিল। বিসিসিআইয়ের সঙ্গে নিশ্চয়ই তার ব্যক্তিগত পর্যায়ে কথা হয়েছে; নির্বাচকেরা হয়তো গত ৫–৬ বছরের ফর্ম দেখে তাকে বলেছেন, দলে আর জায়গা হবে না। আসলে কী ঘটেছে, সেটা আমরা কখনোই জানতে পারব না। পর্দার আড়ালে কী ঘটেছে, তা অনুমান করাও কঠিন।’

পাঁচ টেস্টের সিরিজ খেলতে আগামী জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারত। এর আগে গত নভেম্বর থেকে জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বোর্ডার–গাভাস্কার ট্রফিতে ৫ টেস্টে ৯ ইনিংসে ২৩.৭৫ গড়ে মাত্র ১৯০ রান করেন কোহলি। সিরিজে যে আটবার আউট হয়েছেন, তার মধ্যে সাতবারই অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে কিপার অথবা স্লিপ ফিল্ডারকে ক্যাচ দিয়েছেন। এরপর ফর্মে ফিরতে তিনি গত জানুয়ারি–ফেব্রুয়ারিতে দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতেও খেলেন।

এসব কারণে কাইফ মনে করছেন, কোহলি আরও কিছুদিন টেস্ট খেলতে চেয়েছিলেন। ভারতের হয়ে ১৩ টেস্ট ও ১২৫ ওয়ানডে খেলা ৪৪ বছর বয়সী সাবেক এই তারকা বলেন, ‘শেষ মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত এবং রঞ্জিতে খেলা—আমি অবশ্যই মনে করি সামনের টেস্টগুলোয় সে ফিরতে চেয়েছিল। গত কয়েক সপ্তাহে যা যা ঘটেছে, সেসবের পরিপ্রেক্ষিতে বিসিসিআই এবং নির্বাচকদের কাছ থেকে যে সমর্থন পাওয়ার কথা ভেবেছিল, সেটা হয়তো পায়নি।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত