মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

ভুল তথ্য দিয়ে বিজিবিকে হয়রানি, ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

আপডেট : ১৫ মে ২০২৫, ০৫:৪৮ পিএম

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় মো. জয়নাল আবেদীন নামে এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে আটক করেছে বিজিবি। বুধবার (১৪ মে) রাত সাড়ে ১১টার দিকে জয়নাল আবেদীনকে আটকের পর রাতেই তাকে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি যশপুর বিওপি ক্যাম্প কমান্ডার শাহাজাহান জানান, আটক জয়নাল গত ২০ দিন ধরে বিজিবি ক্যাম্পে ফোন করেন। এ সময় তিনি নিজেকে ফেনী জেলার সোনাগাজী দায়িত্বরত এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে সীমান্তে চোরাই পথে অবৈধভাবে মালামাল ঢুকছে বলে দাবি করে সতর্ক অবস্থান নেওয়ার কথা জানান। বেশ কিছুদিন মোবাইলে ভুল তথ্য দিয়ে চোরাকারবারিদের সঙ্গে যোগসাজশে সীমান্তে অবৈধ কারবার চালিয়ে যাচ্ছেন। পরে বিজিবির সন্দেহ হলে তার অবস্থান শনাক্ত করে আটক করা হয়।

বিজিবি ফেনী ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, জয়নাল আবেদীন গত কয়েকদিন ধরে ফোন দিয়ে সীমান্ত নিয়ে ভুল তথ্য দিয়ে হয়রানি করেন। পরে তাকে বিজিবি লিখিত অভিযোগ করে থানায় হস্তান্তর করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত