এস্পানিওলকে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করে ফেলেছে বার্সেলোনা। এক মৌসুম পর তারা এই শিরোপা পুনরুদ্ধার করল। স্পেনের শীর্ষ লিগে এটি তাদের ২৮তম শিরোপা। সাবেক ক্লাবের এই অর্জনে উচ্ছসিত লিওনেল মেসি সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানাতে ভুল করেননি।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি শিরোপার ছবি পোস্ট করে মেসি লিখেছেন, ‘অভিনন্দন’। সেইসঙ্গে কাতালান ক্লাবটির সমর্থনে দুই হাত এবং এবং ক্লাবের দুটি রং নীল ও লাল দিয়ে দুটি হার্ট ইমোজি দিয়েছেন। মেসি এখন ইন্টার মায়ামিতে খেলেন। যদিও মাঝেমধ্যেই তার বার্সেলোনায় ফিরে আসার গুঞ্জন শোনা যায়। মেসি ফিরুন আর নাই ফিরুন, সাবেক ক্লাবের জন্য যে তার হৃদয়ে কতটা জায়গা আছে- সেটা মাঝেমধ্যেই প্রকাশিত হয়।
বার্সেলোনার হয়ে দীর্ঘ যাত্রাপথে ২০২১ সাল পর্যন্ত মোট ৭৭৮টি ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ৬৭২টি আর অ্যাসিস্ট করেছেন ৩০টি গোলে। কাতালান ক্লাবটির হয়ে মোট ৩২টি শিরোপা জিতেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। ক্লাবের আর্থিক সংকটের কারণে ২০২১ সালে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করা সম্ভব হয়নি। তাই তিনি পাড়ি জমান ফরাসি ক্লাব পিএসজিতে। সেখানে দুই বছর কাটানোর পর এখন খেলছেন মিয়ামিতে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে কাতালান ডার্বিতে ২-০ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। এতে দুই ম্যাচ হাতে রেখেই তারা লা লিগা শিরোপা জিতে নিয়েছে। গোল দুটি করেছেন লামিনে ইয়ামাল এবং ফিরমিন লোপেজ।