সোমবার, ২৩ জুন ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

মাঠে নামার আগে সাকিব বললেন, 'আমি প্রস্তুত'

আপডেট : ১৮ মে ২০২৫, ০৬:৩৭ পিএম

চলতি পিএসএলের মাঝপথে সাকিব আল হাসানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। আজ রবিবার লাহোর মুখোমুখি হবে পেশোয়ার জালমির। ম্যাচটিতে সাকিবের খেলার সম্ভাবনা উজ্জ্বল। মাঠে নামার আগে সাকিব এর প্রস্তুতির ভিডিও নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে লাহোর।

গত বছরের ৩০ নভেম্বর আবুধাবি টি-টেন লিগে সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা গেছে সাকিবকে। ফলে আজ যদি সাকিব মাঠে নামেন তবে ১৬৯ দিন পর প্রতিযোগিতামূলক ম্যাচে দেখা যাবে বাংলাদেশি এই অলরাউন্ডারকে।

পাকিস্তানে আসা নিয়ে সাকিব বলেন, 'আমি যখনই পাকিস্তানে আসি, উপভোগ করি। ক্রিকেট খেলতে আসার জন্য পাকিস্তান আমার কাছে একটি ভালো জায়গা। এখানে আবার আসতে পেরে খুবই ভালো লাগছে।'

পাকিস্তান পৌঁছে গতকাল সাকিব অনুশীলন করেছেন। অনুশীলন শেষে সাকিব বলেন, 'আমি কয়েক ওভার বল করতে চেয়েছি ছন্দে ফেরার জন্য। এবং আমি যেটা পেতে চাচ্ছিলাম, সেটা পেয়েছি। অনেক দিন পরে ম্যাচ খেলছি, তবে আমি পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। ব্যাট, বল আর ফিল্ডিংয়ে প্রস্তুতি নিয়েছি। মনে হচ্ছে আমি প্রস্তুত।'

লাহোর ও পেশোয়ারের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত