শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

ক্রিকেটের সঙ্গে ফুটবলেও ঝুঁকছে রবি

আপডেট : ২০ মে ২০২৫, ০৪:০৬ এএম

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি। তাই প্রতিষ্ঠানটির ব্র্যান্ডিং জুড়ে লম্বা সময় ধরে দেখা গেছে ক্রিকেটারদের চেহারা। তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তদের দেখা গেছে রবির প্রচারণা সংগীতেও। তবে বাংলাদেশের ক্রিকেটের সাম্প্রতিক সময়ের হতাশাজনক পারফরম্যান্স এবং হামজা চৌধুরী-শমিত সোমদের অন্তর্ভুক্তির মাধ্যমে বাংলাদেশ ফুটবল দলকে ঘিরে তৈরি হওয়া আগ্রহে ক্রিকেটের বাইরে ফুটবলেও ঝুঁকেছে রবি। তাদের নতুন প্রচারণার অনেকটা জুড়েই ফুটবল।

১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে হামজা-শমিতদের নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে রবি ফুটবলপ্রেমী গ্রাহকদের জন্য এই অফার নিয়ে এসেছে। সোমবার তেজগাঁওয়ে রবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয় ‘সুপার সানডে’ অফারে রবির গ্রাহকদের জন্য থাকবে ১০ জুনের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে বসে দেখার সুযোগ। ২৫ মে রবিবার ‘মাই রবি’ অ্যাপের মাধ্যমে রিচার্জসহ নানান সেবা ব্যবহার করার মাধ্যমে সৌভাগ্যবান গ্রাহকরা তাদের সঙ্গে আরও দুজনকে নিয়ে মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন। রবি বাফুফের কাছ থেকে গ্যালারির একটি প্রিমিয়াম অংশের টিকিট কিনে নেবে, সেই অংশের টিকিটগুলোই গ্রাহকদের দেবে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানটি, এমনটাই জানিয়েছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম, ‘রবির সুপার রবিবার উদ্যোগে একসঙ্গে কাজ করতে পেরে আমরা দারুণ উচ্ছ্বসিত। এই সহযোগিতার ফলে আমরা ১০ জুনের ম্যাচে দারুণ পারফরম্যান্সের জন্য আর উৎসাহিত হব।’

ওয়ানডে বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় জাতীয় দলের ক্রিকেটার অংশগ্রহণে থিম সং প্রকাশ করেছিল রবি। তবে সম্প্রতি প্রকাশ করা প্রচারণা সংগীতে ক্রিকেটের চেয়ে ফুটবলকেও যোগ করা হয়েছে। নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার আছেন ক্রিকেটার মারুফা আক্তার, নাহিদ রানা, তাসকিন আহমেদের সঙ্গে। রবির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের ব্র্যান্ডিংয়েও ছিল জামাল ভূঁইয়া, হামজা ও তপু বর্মণের জার্সির ছবি। ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত তার পাশাপাশি ফুটবলের সঙ্গেও সংযোগ বাড়ানো প্রসঙ্গে রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, ‘হামজা ও শমিতের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিভাবান ও তারকা খেলোয়াড় জাতীয় দলে যোগ দেওয়ায় বাংলাদেশের ফুটবলকে বিশ্ব মানচিত্রে তুলে ধরার বড় সুযোগ তৈরি হয়েছে। আমরা দেশের জন্য এমন ইতিবাচক উদ্যোগের সঙ্গে সবসময় যুক্ত থাকতে চাই। বাফুফের সহযোগিতায় আমাদের গ্রাহকদের জন্য এই অনন্য সুযোগ তৈরি করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।’

১০ জুন এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। যে ম্যাচে ঘরের মাঠে অভিষেক হতে পারে হামজা এবং শমিতের। এই ম্যাচ দিয়ে প্রায় চার বছর পর ১৬০ কোটি টাকার সংস্কারকাজ শেষে বল মাঠে গড়াবে ঢাকার ঐতিহ্যবাহী জাতীয় স্টেডিয়ামে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত