শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২
দেশ রূপান্তর

রানার শুরু-শেষটা জুড়ে রইলো মোহামেডান

আপডেট : ২২ মে ২০২৫, ০৫:০৮ পিএম

বিপিএল ফুটবলের এবারের মৌসুমে বর্তমানে ব্রাদার্স ইউনিয়নের তেকাঠী নামলাচ্ছেন আশরাফুল ইসলাম রানা। জাতীয় দলে দীর্ঘদিন খেলেছেন। দুই ম্যাচে নেতৃত্বও দিয়েছেন। ২০১৪-১৫ মৌসুমে পেশাদার ক্যারিয়ারের শুরুটা করেছিলেন মোহামেডানের জার্সিতে। শেষটায়ও থাকছে মোহামেডান, প্রতিপক্ষ হিসেবে। আগামীকাল শুক্রবার কুমিল্লায় মোহামেডানের বিপক্ষে ব্রাদার্সের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন তিনি। এরপর তুলে রাখবেন বুট ও গ্লাভসজোড়া।

দেশ রূপান্তরকে নিজের অবসরের কারণও খোলাসা করেছেন। নতুনদের সুযোগ করে দিতে চান। ইচ্ছা আছে কোচিংয়ে আসার। রানা বলেন, ‘অবসরের কারণ নতুনদের সুযোগ করে দেওয়া। এটাই অবসরের সঠিক সময় মনে হয়েছে। আমার ইচ্ছা আছে গোলকিপিং কোচিংয়ে আসার। ফুটবল দিয়ে যেহেতু রানা হয়েছি, এটাকে ছাড়তে পারবো না। ফুটবলের সাথে থেকে এর সেবা করতে চাই।’

বলেছেন নিজের অপ্রাপ্তির কথাও, ‘আমার বড় আক্ষেপের জায়গা হল খেলোয়াড় হিসেবে সেভাবে কিছু দিতে পারিনি। দেশের মানুষ যেভাবে ফুটবলকে ভালোবাসে, যেভাবে মনের মধ্যে লালন করে, ওইভাবে ফুটবলকে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারিনি। সোনালী প্রজন্মের কথা বলি- ছাঈদ হাছান কানন ভাই, আমিনুল ভাই, সাব্বির ভাই, আসলাম ভাই - এদের নাম যেভাবে মানুষ সবসময় মুখে মুখে বলে, সেভাবে আমরা তাদের মত করে কেউ হতে পারিনি। এটা আমার আক্ষেপের। দল থেকে অবসরের আগে লক্ষ্য ছিল বাংলাদেশকে ভালো একটা জায়গায় রেখে যাওয়া, সেটা হয়নি।’

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত