মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

আবারও সিরি আ চ্যাম্পিয়ন ম্যারাডোনার নাপোলি

আপডেট : ২৪ মে ২০২৫, ০৯:৪৬ এএম

সিরি আ শিরোপা জিতে নিল আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনার স্মৃতিবিজরিত ক্লাব নাপোলি। ম্যারাডোনার অধীনে দুইবার লিগ জেতা নাপোলি যেন হারিয়েই গিয়েছিল। ৩৩ বছর পর ২০২২–২৩ মৌসুমে তৃতীয় শিরোপা জয়ের পর এবার এলো চতুর্থ শিরোপা। গতকাল শুক্রবার শেষ রাউন্ডে কালিয়ারির ২-০ গোলে হারিয়ে তারা শিরোপা নিশ্চিত করেছে।

শিরোপা নির্ধারণী লড়াইয়ের আগে ইন্টার মিলান আর নাপোলির পয়েন্ট ব্যবধান ছিল ১। কোমোর বিপক্ষে ম্যাচটি ২–০ গোলে জিতে নেয় ইন্টার মিলান। অন্যদিকে নেপলসের ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে কালিয়ারির বিপক্ষে নাপোলিও জিতেছে ২–০ গোলে। ৩৮ ম্যাচে ২৪ জয় ও ১০ ড্রয়ে নাপোলির পয়েন্ট হলো ৮২। আর রানার্সআপ ইন্টার মিলানের পয়েন্ট ৮১। তাই দিনের আরেক ম্যাচে কোমোর মাঠে একই ব্যবধানে জিতেও শিরোপা ধরে রাখতে পারেনি ইন্টার মিলান।

নাপোলির কোচ আন্তনিও কন্তের জন্য এই জয়টা বিশেষ কিছু। কারণ, প্রথম কোচ হিসেবে তিনি ভিন্ন তিনটি ক্লাবের হয়ে ইতালিয়ান শীর্ষ লিগের শিরোপা জিতলেন। ২০১১–১২ ও ২০১২–১৩ মৌসুমে জুভেন্টাসের হয়ে শিরোপা জিতেছিলেন কন্তে। এরপর ২০২০–২১ জিতেছেন ইন্টার মিলানের হয়ে আর এবার জিতলেন নাপোলির হয়ে। পাশাপাশি নাপোলির হয়ে এ মৌসুমে সর্বোচ্চ ১৪ গোল করেছেন বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত