শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

বিপিএলের টিকিট বিক্রির লভ্যাংশ পাচ্ছে সবগুলো ফ্র্যাঞ্চাইজি

আপডেট : ২৬ মে ২০২৫, ০৮:৫১ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথমবারের মতো টিকিট বিক্রির আয়ের অংশ ফ্র্যাঞ্চাইজিদের দিতে যাচ্ছে বিসিবি। আজ সোমবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। 

আসন্ন ঈদের আগেই এ অর্থ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে চায় বিসিবি। তবে সেক্ষেত্রে খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক প্রদান সংক্রান্ত নথিপত্র যাচাই করা হবে। গভর্নিং কাউন্সিলের প্রাথমিক সিদ্ধান্ত হিসেবে বিপিএলের প্লে-অফ খেলা চার ফ্র্যাঞ্চাইজির জন্য ৫৫ লাখ এবং বাকি তিন ফ্র্যাঞ্চাইজির জন্য ৪৫ লাখ টাকা করে লভ্যাংশ ধার্য্য করা হয়েছে।

সম্পূর্ণ অর্থ ক্রিকেটারদের পারিশ্রমিক প্রদানের স্বচ্ছতার ভিত্তিতে আনুপাতিক হারে নির্ধারিত হবে। পাশাপাশি বার বার নোটিসের পরও পারিশ্রমিক বকেয়া রাখা ফ্র্যাঞ্চাইজিদের বিপক্ষে আইনী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় গভর্নিং কাউন্সিলের সভায়।

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত