রাজধানীর ধানমন্ডিতে কর্মরত এক তরুণ গাড়িচালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে মধুবাজার সংলগ্ন ধানমন্ডি ১৯ নম্বরের ১০/এ সড়কের একটি বাড়ির পার্কিং এলাকায় এই ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই যুবকের নাম রফিজ ইসলাম। বয়স ২৫ বছর। পেশায় গাড়িচালক।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রফিজকে হাসপাতালে নিয়ে আসেন তার সহকর্মী মো. আলআমিন। তিনি জানান, সকালে ঘুম থেকে উঠে বাসার নিচে গ্যারেজে গাড়ি ধোয়ার কাজ করছিলেন রফিজ। বৈদ্যুতিক মোটরের সাহায্যে গাড়ি পরিষ্কার করার সময় হঠাৎ তিনি গাড়ির পাশে পড়ে যান এবং সাড়া-শব্দহীন হয়ে পড়েন।
আলআমিনের ধারণা, হয়তো বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন রফিজ, কিংবা হঠাৎ কোনো অসুস্থতার কারণে মাথা ঘুরে পড়ে যান।
রফিজ ইসলামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। তার বাবার নাম আমির হোসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।