লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে সমঝোতা ব্যবসায়ীদের আত্মবিশ্বাস বাড়াবে বলে মন্তব্য করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে তাসকীন আহমেদ বলেন, ‘আমরা সবসময়ই ব্যবসার সঙ্গে রাজনীতিকে আলাদা রাখতে চাই। তবে দেশে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগের জন্য স্থিতিশীল পরিবেশ দরকার। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে ব্যবসা-বাণিজ্যের পরিবেশটাও ঠিক থাকে।
তিনি বলেন, গত এক বছর ধরে আমরা খুবই খারাপ সময় অতিক্রম করেছি। নির্বাচন নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন বক্তব্য এই সংকট আরও বাড়িয়ে দেওয়ার শঙ্কা তৈরি করছিল। অন্তর্র্বর্তী সরকার প্রধান ড. ইউনূস এবং তারেক রহমানের আজকের (গতকাল) বৈঠকে এ শঙ্কা কিছুটা দূর হয়েছে।
তাসকীন আহমেদ বলেন, ‘ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগের জন্য সব সময়ই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ভালো। নির্বাচন দেওয়া এবং এর দিনক্ষণ ঠিক করা সরকারের কাজ। এর মধ্যে রাজনৈতিক দলগুলোকে যুক্ত করে শান্তিপূর্ণ অবস্থা ধরে রাখা দরকার।’
তিনি বলেন, ‘তবে নির্বাচন হতে এখনো যে আট-নয় মাস সময় বাকি, সে সময়েও স্থিতিশীলতা দরকার।