বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

খিলগাঁওয়ে কলেজশিক্ষার্থীর আত্মহত্যা

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৩:৪৪ এএম

রাজধানীর খিলগাঁওয়ে মায়ের সঙ্গে অভিমান করে একটি বাসায় সাইদুল বাসার সীমান্ত (২৪) নামে এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মিরপুর কমার্স কলেজে বিবিএ ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১ দিকে খিলগাঁও সিপাহীবাগ ভূইয়াপাড়ার একটি বাসায় এই ঘটনা ঘটে। দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মানিকগঞ্জ সদর উপজেলার বালুরটেক গ্রামের মো. মিরাজের ছেলে সীমান্ত। হাসপাতালে তার মা সাহেরা খাতুন জানান, বৃহস্পতিবার রাতে মায়ের কাছে কেনাকাটার জন্য কিছু টাকা চেয়েছিলেন সীমান্ত। তবে মা টাকা দিতে না পারায় দুজনের মধ্যে মনোমালিন্য হয়। এতে সীমান্ত রাগ করে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর রুম থেকে একটি শব্দ পেয়ে স্বজনরা তার রুমের দরজা খুলে ভেতরে ঢুকে দেখেন, ফ্যানের সঙ্গে বিদ্যুতের তার পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত