বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

শান্তিবাহিনীর অপহরণ, সেনা অভিযানে উদ্ধার

আপডেট : ১৪ জুন ২০২৫, ০৩:৪৫ এএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নে তিনজন বাসিন্দাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে শান্তিবাহিনী। তবে শেষ রক্ষা হয়নি, সেনাবাহিনীর দ্রুত অভিযানে তাদের উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে এ অপহরণের ঘটনাটি ঘটে। অপহৃতরা হলেন ওই এলাকার মো. হারুন (৭০) এবং তার দুই ছেলে নোমান (২০) ও মাঈম (১৫)।

সেনা সূত্র জানায়, চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ (সওদাগর পাড়া) এলাকার চাইলাছড়ি নামক স্থান থেকে সশস্ত্র শান্তিবাহিনীর ৮ সদস্য তিন গ্রামবাসীকে অপহরণ করে। অপহৃতদের মধ্যে একজনকে ৫ লাখ টাকা মুক্তিপণ এনে দেওয়ার শর্তে ছেড়ে দেওয়া হয়, বাকি দুজনকে পাহাড়ের দিকে নিয়ে যাওয়া হয়।

ফিরে আসা ওই ব্যক্তি বিষয়টি চন্দনাইশ সেনাবাহিনীর ক্যাম্পে জানালে সেনা ক্যাম্পের গোয়েন্দা সদস্যরা তাৎক্ষণিক ক্যাম্প কমান্ডারকে অবহিত করেন।

এরপর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধর নেতৃত্বে ৩৬ সদস্যের দল সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সইন্নারঢালা, ধুচরি, স্বরবাথুলি এবং ছইল্লাছড়ি এলাকায় ১৮-২০ কিলোমিটার জুড়ে অপারেশন পরিচালনা করে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত