বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২
দেশ রূপান্তর

৮ ম্যাচে ৩৫ রান করা লিটন কেন ওয়ানডে দলে?

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৫:০২ পিএম

লিটন দাসের সঙ্গে ‘অধারাবাহিকতা’ শব্দটা যেন অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তিনি যখন খেলেন, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়। আর ছন্দ হারালে ম্যাচের পর ম্যাচ রানের দেখা পান না। সদ্য সমাপ্ত গল টেস্টে লিটন খেলেছেন ৯০ রানের ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত ওয়ানডে দলেও তার নাম আছে। কিন্তু গত প্রায় দেড় বছর ধরেই ওয়ানডেতে তার ব্যাটে রান নেই।

পরিসংখ্যান বলছে, শেষ ৮টি ওয়ানডেতে মাত্র ৩৫ রান করেছেন লিটন। বারবার আউট হয়েছেন বাজেভাবে। বাদ পড়েছিলেন চ্যাম্পিয়নস ট্রফির দল থেকেও। এরপর পেয়েছেন টি-টোয়েন্টির অধিনায়কত্ব। লিটনের টি-টোয়েন্টি অধিনায়কত্বের বিষয়টিই তার ওয়ানডে দলে ফেরার পেছনে বড় ভূমিকা রেখেছে বলে জানালেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

আজ সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে লিপু বলেন, ‘(ওয়ানডেতে) লিটন দাস খারাপ ফর্মে ছিলেন, তবে সময় সবকিছু ঠিক করে দেয়। তিনি টি-টোয়েন্টি দলের অধিনায়ক, তাই আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত আমরা তাকে বিবেচনায় রাখতে পারি। কারও যদি ফর্মে ফিরতে হয়, তাহলে তার জন্য মাঠে যত বেশি সম্ভব সময় কাটানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা মনে করি লিটন তার ওয়ানডের ফর্ম টি-টোয়েন্টিতেও বয়ে নিয়ে যেতে পারবেন।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত