শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২
দেশ রূপান্তর

১৩ জেলা নির্বাচন অফিসে দুদকের অভিযান

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৭:৪৭ এএম

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও সংশোধনে ঘুষ লেনদেনসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে দেশের ১৩টি জেলা নির্বাচন অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট এসব অভিযান চালায়। অভিযানকালে অনেক নির্বাচন অফিসের অনিয়ম-দুর্নীতি সংগঠিত হওয়ার সত্যতা মিলে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম। তিনি বলেন, দেশের ১৩ নির্বাচন অফিসে একযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। মূলত জাতীয় পরিচয়পত্র তৈরি ও সংশোধনসহ বিভিন্ন সরকারি সেবা পেতে ঘুষ ও হয়রানির অভিযোগে এ অভিযান চালানো হয়। অভিযানকালে প্রাপ্ত তথ্য-প্রমাণ ও সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা শেষে দুদকের প্রতিটি টিম কমিশনে একটি করে প্রতিবেদন দাখিল করবেন। সেই প্রতিবেদনের ওপর ভিত্তিতে কমিশন পরবর্তী ব্যবস্থা নেবেন।

দুদকের তথ্যমতে, যেসব জেলা নির্বাচন অফিসে দুদকের অভিযান চালানো হয় তার মধ্যে রয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ ও জামালপুর।

জানা গেছে, দুদক এর আগে সেবা পেতে হয়রানি ও অনিয়ম-দুর্নীতির অভিযোগে সরকারি কয়েকটি অফিসে অভিযান চালিয়েছিল। এর মধ্যে চলতি বছরের গত ৭ মে ড্রাইভিং লাইসেনস ও ফিটনেস সার্টিফিকেট প্রদানে দালালদের মাধ্যমে ঘুষ লেনদেনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ঢাকাসহ বিআরটিএ-এর ৩৫টি অফিস, গত ২৯ এপ্রিল বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান কার্যালয়সহ ৩৬টি অফিসে এবং গত ১৬ এপ্রিল দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি, নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের কাছে ঘুষ দাবি, হয়রানি ও অনিয়ম-দুর্নীতির অভিযোগে ৩৫টি সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করে দুদক।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত