বাংলাদেশ মহিলা সমিতি আয়োজন করতে যাচ্ছে ‘শতবর্ষে নীলিমা ইব্রাহিম নাট্যোৎসব’। আগামী বুধবার থেকে পাঁচ দিনব্যাপী এই উৎসব ঢাকার নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী সন্ধ্যায় প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সভাপতিত্ব করবেন মহিলা সমিতির সভানেত্রী সিতারা আহসানউল্লাহ। এছাড়া স্বাগত বক্তব্য দেবেন সাধারণ সম্পাদক তানিয়া বখ্ত। শুভেচ্ছা বক্তব্য দেবেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ মোহাম্মদ শাহেদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
উৎসবে মঞ্চায়িত হবে ঢাকা থিয়েটার প্রযোজনা ‘নিমজ্জন’, আরণ্যকের ‘কহে ফেসবুক’, নাট্যচক্রের ‘একা এক নারী’, থিয়েটার এর ‘মেরাজ ফকিরের মা’, লোক নাট্যদলের ‘কঞ্জুস’। রবিবার সন্ধ্যায় পর্দা নামবে উৎসবের।