বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ভৈরব উপজেলা যুবদলের সদস্য সচিব বহিষ্কার

আপডেট : ২২ মে ২০২৪, ০৮:২৮ পিএম

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা যুবদলের সদস্য সচিব আল মামুনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। বুধবার (২২ মে) দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কার করা হয়। যার অনুলিপি কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে দেওয়া হয়েছে। 

তথ্যটি নিশ্চিত করে কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ বলেন, গত ১৫ এপ্রিল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়। দলীয় সিদ্ধান্ত মেনে প্রার্থীতা প্রত্যাহার করেননি মামুন। ইতিমধ্যে তাকে কেন্দ্রীয় বিএনপি থেকে কারণ দর্শানো হয়। আজ তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। 

এ বিষয়ে জানতে আল মামুনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তার ফোনটি বন্ধ পাওয়া গেছে।

নির্বাচন কমিশন ঘোষিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। সেই নির্বাচনে ভৈরব উপজেলা পরিষদের বর্তমান ভাইস-চেয়ারম্যান আল মামুন চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত