মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

ব্যাটিং ধসে অ্যাশেজে আরও দুই পয়েন্ট হারালো ইংল্যান্ড

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৪:৩২ পিএম

অ্যাশেজে সমতায় আসার সুবর্ণ সুযোগ ছিল ইংলিশ নারীদের সামনে। ব্যাটিং ধসে সেই সুযোগ হাতছাড়া হয়েছে তাদের। দ্বিতীয় ওয়ানডেতে অল্প রানের লক্ষ্য তাড়া করেও ২১ রানে হারতে হয়েছে ইংল্যান্ডদের। এতে ৪ পয়েন্টে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।

মেলবোর্নের জাংশন ওভালে আগে ব্যাটিং করেছিল অস্ট্রেলিয়া। ইংলিশ স্পিনার সোফি এক্লেস্টনেরর ঘুর্ণিতে মাত্র ১৮০ রানেই গুটিয়ে যায় ইনিংস। ৩৫ রানে ৪ শিকার ধরেন তিনি। ২২ রান দিয়ে ৩ উইকেট নেন অ্যালিস ক্যাপসে। অজিদের ইনিংসে সর্বোচ্চ ৬০ রান করেন এলিস পেরি। অ্যালিসা হিলি ও ফিবি লিচফিল্ড করেন ২৯ করে রান।

জবাবে ৫ উইকেটে ১২০ রান করে ফেলেছিলেন ইংলিশরা। ওই অবস্থায় অস্ট্রেলিয়ার জয়ের কারিগর বনেন লেগ স্পিনার অ্যালানা কিং ও পেসার কিম গার্থ। ৩৯ রানের মধ্যে শেষ ৫ উইকেট খুইয়ে ম্যাচ হারতে হয় ইংল্যান্ডদের। ২৫ রানে ৪ শিকার ধরেন কিং। গার্থ ৩৭ রানে নেন ৩ উইকেট। ৪৯ রানে অপরাজিত থেকে দলের হার দেখেন অ্যামি জোনস।

এমন হারের পর ইংলিশ অধিনায়ক হেদার নাইট বলেন, ‘এটি হতাশাজনক। আমরা জয়ের খুব কাছে চলে এসেছিলাম। কিছু জায়গা আমাদের উন্নতি করতে হবে এবং বিশেষ করে ব্যাট হাতে আমাদের আরও সাহসী হতে হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত