শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে ‘সুন্দরবন দিবস’ ঘোষণার দাবি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৯ এএম

‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসুন’- এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে বাগেরহাটে সুন্দরবন দিবস উদযাপিত হয়েছে। আজ শুক্রবার সকালে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। পরে প্রেস ক্লাব অডিটোরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট প্রেস ক্লাব ও বেসরকারি সংগঠন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন যৌথভাবে এই সুন্দরবন দিবস পালন করে।

আলোচনাসভায় বক্তারা বলেন, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন। ঝড়-জলোচ্ছ্বাস এলে সুন্দরবন আমাদের রক্ষা করে, সুন্দরবন আমাদের মায়ের মতো আগলে রাখে। সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চল। এই সুন্দরবনকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সুন্দরবন জীববৈচিত্র্যে ভরপুর। সুন্দরবনকে নতুন প্রজন্মকে জানাতে হবে।  তাই সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন হতে হবে। উপকূলীয় এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবস হিসেবে ঘোষণা করার।

বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য দেন সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা কাজী মোহাম্মদ নূরুল করিম, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদুল ইসলাম ও বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের জিলানী হোসেন প্রমুখ। এ ছাড়া মোংলা উপজেলাতেও সুন্দরবন দিবস পালিত হয়েছে।

২০০২ সাল থেকে উপকূলীয় বাগেরহাটসহ সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতে স্থানীয় প্রেসক্লাবসহ বিভিন্ন বেসরকারী সংগঠন দিবসটি পালন করে আসছে। ২০০১ সালে খুলনা বিশ্ববিদ্যালয়, বেসরকারি সংগঠন রূপান্তর ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)সহ দেশের অর্ধশতাধিক সংগঠন যৌথভাবে সুন্দরবনের সম্পদের সুরক্ষা, পরিকল্পিত ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবিতে এবং সুন্দরবনের প্রতি দেশ-বিদেশের মানুষের মনোযোগ আকর্ষণের লক্ষ্যে খুলনায় তিন দিনের জাতীয় সুন্দরবন সম্মেলন আয়োজন করে। ঐ সম্মেলন থেকে প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ‘সুন্দরবন দিবস’ উদযাপনের ঘোষণা দেওয়া হয়। আয়োজকরা শুরু থেকে এই দিনটিকে জাতীয়ভাবে পালনের দাবি জানিয়ে আসছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত