সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

নামাজে দ্বিতীয় বৈঠক না করে দাঁড়িয়ে যাওয়া

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১২ এএম

প্রশ্ন : একদা বাড়িতে একাকী জোহরের নামাজ পড়ছিলাম। চতুর্থ রাকাত শেষে বৈঠক না করে ভুলে দাঁড়িয়ে যাই। তারপর রুকুতে গিয়ে স্মরণ হয় যে, আমি চতুর্থ রাকাতে শেষ বৈঠক করিনি। তখন নামাজ ছেড়ে দিয়ে নতুনভাবে আবার নামাজ পড়ি। এখন আমার জানার বিষয় হলো, এক্ষেত্রে আমার জন্য করণীয় কী ছিল? নামাজ ছেড়ে দেওয়াটা কি আমার জন্য ঠিক হয়েছে?

উত্তর : প্রশ্নে উল্লিখিত ক্ষেত্রে যেহেতু পঞ্চম রাকাতের সেজদা করার আগেই আপনার ভুলের কথা স্মরণ হয়েছে, তাই স্মরণ হওয়া মাত্রই আপনার করণীয় ছিল বসে যাওয়া। অতঃপর তাশাহুদ পড়ে সাহু সেজদা করা। এরপর যথা নিয়মে নামাজ শেষ করা। এতে আপনার ওই নামাজ বিশুদ্ধ হয়ে যেত। কিন্তু তা না করে নামাজ ছেড়ে দেওয়া ঠিক হয়নি। এমনকি ভুলে পঞ্চম রাকাতের সেজদা করে ফেললেও নামাজ থেকে বের হয়ে যাওয়া ঠিক নয়। সেক্ষেত্রে আরেক রাকাত পড়ে নিয়ে নিয়ম অনুযায়ী সালাম ফেরাতে হবে। তখন এই নামাজ নফল হিসেবে গণ্য হয়ে যাবে। আর জোহরের ফরজ পুনরায় আদায় করে নেবেন। কিন্তু নামাজ ছেড়ে দিলে ইচ্ছাকৃত নামাজ বাতিল করা হয়। আর ইচ্ছাকৃত কোনো আমল বাতিল করতে নিষেধ করা হয়েছে। কোরআন ইরশাদ হয়েছে, ‘তোমরা তোমাদের আমলসমূহকে বাতিল করো না।’ (সুরা মুহাম্মদ ৩৩, বাদায়েউস সানাইয়ে ১/৪২৭)

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত