বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১
দেশ রূপান্তর

মুক্তাগাছায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

বুখারি শরিফ মুখস্থের কৃতিত্ব

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৬ এএম

সম্পূর্ণ বুখারি শরিফ মুখস্থ করে বিরল কৃতিত্ব গড়েছেন হাফেজ মাওলানা মাসউদুর রহমান। মাত্র ৮ মাস ৯ দিনে এই হাদিস গ্রন্থ মুখস্থ সম্পন্ন করেন তিনি। পবিত্র কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ বুখারি শরিফ। এই গ্রন্থের হাদিস সংখ্যা ৭ হাজার ৫৬৩টি, যা ইমাম বুখারি ৬ লাখ হাদিস থেকে বাছাই করেছেন।

হাফেজ মাওলানা মাসউদুর রহমানের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি চরাপাড়া গ্রামে অবস্থিত। ২০০২ সালের ১ ফেব্রুয়ারি পবিত্র জুমার দিন সকালে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা তাজুল ইসলাম ধার্মিক মানুষ। সন্তানদের ধর্মীয় শিক্ষায় গড়ে তুলেছেন।

হাফেজ মাওলানা মাসউদুর রহমানের পাড়াশোনা হাতেখড়ি বাবা-মায়ের কাছে। ৬ বছর বয়সে বড় ভাই মুফতি আশরাফুল ইসলামের হাত ধরে ধনবাড়ি নতুন বাজার নুরানি তালিমুল কোরআন মাদ্রাসায় ভর্তি হন। সেখানে নুরানি ও নাজেরা সম্পন্ন করেন। হিফজ শুরু করেন নিজ গ্রামে হাফেজ রফিকুল ইসলাম প্রতিষ্ঠিত আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসায়।

মুফতি হাবিবুর রহমান প্রতিষ্ঠিত ইদারাতুল মাআরিফ আশ-শারইয়্যাহ মাদ্রাসায় এক বছর হিফজ পড়েন। ময়মনসিংহের অন্যতম বিদ্যাপীঠ জামিয়া আশরাফিয়া দারুস সালাম, আকুয়া মোড়ল বাড়ি মাদ্রাসায় হিফজ শেষ করেন। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি হাফেজ মাওলানা আবু সালে মো. মুসা প্রতিষ্ঠিত তাহসিনুল কোরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আরও দুই বছর কোরআন শোনান। ২০১৮ সালে জামিয়া আরাবিয়া মিসবাহুল উলুম কেন্দ্রীয় পৌর গোরস্থান মাদ্রাসায় কিতাব বিভাগের প্রথম ক্লাসে ভর্তি হন। মিজান থেকে কাফিয়া পর্যন্ত ময়মনসিংহের  মাদ্রাসাতুন নুরে পড়শোনা করেন। ফিরে আসেন মুক্তাগাছার পৌর গোরস্তান মাদ্রাসায়। কয়েক বছর পড়েন এখানে। এরপর বসুন্ধরার ইসলামিক রিসার্চ সেন্টারে মেশকাত ও দাওরায়ে হাদিস সম্পন্ন।

‘এসো খত্তে রুকআ শিখি’ নামে একটি হাতের লেখা শেখার বই লিখেছেন তিনি। হিফজ বিভাগ থেকে শুরু করে দাওরায়ে হাদিস পর্যন্ত প্রতিটি বোর্ড পরীক্ষায় মুমতাজ (স্টার মার্কস) হয়েছেন। দাওরায়ে হাদিস শেষ করে বড় ভাই মুফতি আশরাফুল ইসলামের পরামর্শে তাসলিমা ইসলামিক সেন্টার বাগমুছা, সোনারগাঁও মাদ্রাসায় হিফজুল হাদিস বিভাগে ভর্তি হন। মাত্র ৮ মাস ৯ দিনে বুখারি শরিফ মুখস্থ সম্পন্ন করেন।

বিস্ময় বালক কেফায়েতুল্লাহ

মাত্র ৬ মাস ৩ দিনে পুরো কোরআন মুখস্থ করেছেন বিস্ময় বালক মুহাম্মদ কেফায়েতুল্লাহ। তার বয়স মাত্র ৮ বছর। ময়মনসিংহ সদর থানার মনতলা অন্তর্গত গনেশ্যামপুর গ্রামে তার বাড়ি। তার বাবা মাওলানা হারুনুর রশীদ স্থানীয় একটি মাদ্রাসার পরিচালক। তার মা মাদ্রাসার শিক্ষিকা। শিক্ষক মা-বাবার অধীনে ছোট থেকেই ধর্মীয় পরিবেশে বেড়ে উঠেছেন তিনি। কালিকাপুর বেগ মাদ্রাসায় হাফেজ গিয়াস উদ্দিনের তত্ত্বাবধানে হিফজ সম্পন্ন করেছেন তিনি।

আজ তাদের দুজনকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হবে। এই অনুষ্ঠান আয়োজন করেছেন ‘জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’-এর মুক্তাগাছা উপজেলা শাখার নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আবদুল ওয়াহহাব। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আবদুর রহমান হাফেজ্জি, মাওলানা এমদাদুল হক, মাওলানা আবদুল হক, মাওলানা আনওয়ারুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি, মুফতি আহমদ আলী, মুফতি মাহবুবুল্লাহ কাসেমি, মাওলানা আমিনুল হক, মাওলানা আবদুল হালিম কাসেমি, হাফেজ আহমদ আলী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা মুঞ্জুরুল ইসলাম আফেন্দি, মুফতি আবদুস সালাম, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, ড. গোলাম রব্বানী, মাওলানা শরীফ মুহাম্মদ, মুফতি রিয়াজ বিন আবু তাহের, মুফতি এনায়েতুল্লাহ, ডাক্তার আবদুল বারী, মুফতি জাকির হোসাইন প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত আলোচিত