বগুড়ার শেরপুরে হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় খামারকান্দি ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি মো. মাসুদুর রহমান চানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর থানা পৌরসভাধীন বারদুয়ারি পাড়া চৌরাস্তা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মাসুদুর রহমান চান উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা মোল্লাপাড়া গ্রামের মো. কোরবান আলী মোল্লার ছেলে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, হামলা, ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মাসুদুর রহমান চানকে আদালতে পাঠানো হয়েছে।