দেশের ফুটবলে নতুন চমক দেখাল বসুন্ধরা কিংস। আক্রমণভাগের শক্তি বৃদ্ধি করতে এবার তারা দলে ভিড়িয়েছে আর্জেন্টিনার ফুটবলার হুয়ান লেসকানোকে। ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার একসময় লিভারপুল এবং রিয়াল মাদ্রিদের মতো শীর্ষস্থানীয় ক্লাবে খেলেছেন।
গতকাল শুক্রবার মধ্যবর্তী দলবদলের শেষ দিনে লেসকানোর নাম বাফুফেতে জমা দিয়েছে বসুন্ধরা কিংস। চলতি মৌসুমের দ্বিতীয় পর্বের বাকি ম্যাচগুলোতে তাকে খেলতে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। আক্রমণভাগে গোল খরা কাটাতেই লেসকানোকে দলে ভিড়িয়েছে কিংস। দ্রুতই তিনি ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেবেন বলে কিংস কর্তৃপক্ষ জানিয়েছে।
আর্জেন্টিনায় জন্মগ্রহণ করা লেসকানো বেড়ে উঠেছেন স্প্যানিশ ক্লাব ইন্টার দি মাদ্রিদে। এরপর লিভারপুলের যুব দলে খেললেও পরে আবার ফিরে যান স্পেনে, যোগ দেন রিয়াল মাদ্রিদে। ২০১০-১১ মৌসুমে ইউরোপের সবচেয়ে সফলতম ক্লাবের যুব দলে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এরপর তিনি আরব আমিরাতের ক্লাব আল আহলিতে পেশাদার ক্যারিয়ার শুরু করেন। সর্বশেষ চীনের ক্লাব চংকিং টংলিয়াংলং এফসিতে খেলেছেন।