ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আনন্দের দিনটিকে উদযাপনের জন্য সারা বছর ধরে সবাই প্রতীক্ষায় থাকে। ঈদের পোশাক নিয়ে সবার আগ্রহও কম নয়। এবারের মেয়েদের ঈদের পোশাক নিয়ে ডিজাইনাররা যেমন ফেব্রিকস এবং নকশায় বৈচিত্র্য নিয়ে এসেছেন। তেমনি কাটিং প্যাটার্নেও আছে নতুনত্ব। দেশীয় ফ্যাশন হাউজগুলোর কার আয়োজন কেমন জানালেন মোহসীনা লাইজু
বিশ্বরঙ
প্রতি বছরই ঈদ পোশাকে বিশ^রঙ নানা ধরনের নতুনত্ব নিয়ে আসে। এ বছরও তারই ব্যতিক্রম নয়। বিশ^রঙের কর্ণধার, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা বলেন, বিশ্বরঙের ঈদ কালেকশনে ফ্যাশনের নতুনত্ব ও ঐতিহ্যের সংমিশ্রণ ফুটিয়ে তোলা হয়েছে। দেশীয় আবহাওয়ার কথা মাথায় রেখে সুতি, ধুপিয়ান সিল্ক, তসর সিল্ক, লিনেন, কাতান, জ্যাকার্ডের মতো আরামদায়ক কাপড়ের ব্যবহার এবার ঈদে সবচেয়ে বেশি রেখেছি । কনট্রাস্ট ও ম্যাচিউর টোনের সংযোজনে রঙের বৈচিত্র্যও এসেছে। ডিজাইনে স্ক্রিন প্রিন্ট, ব্লক, ডিজিটাল প্রিন্ট, এমব্র্রয়ডারি, নকশিকাঁথা ও জারদৌসীসহ নানা কৌশল প্রয়োগ করা হয়েছে। বিশ্বরঙের ৩০ বছরপূর্তিতে বিশ্বের প্রসিদ্ধ পেইন্টারদের পেইন্টিং ও ঐতিহ্যবাহী পানামনগরীর ছোঁয়া সংযোজন করা হয়েছে। কাটিং ও ডিজাইনে পরিবারভিত্তিক বৈচিত্র্য রাখা হয়েছে; সিøভ, নেক, টু-পিস, থ্রি-পিস, ফ্রক, শাড়ি, পাঞ্জাবি থেকে শুরু করে রাতের পার্টির পোশাকও অন্তর্ভুক্ত। গরমের জন্য প্যাস্টেল রঙকে প্রাধান্য দেওয়া হয়েছে।
অঞ্জন’স
অঞ্জন’স নিয়ে এসেছে এক্সক্লুসিভ ঈদ কালেকশন। এবারের ঈদ কালেকশনেও একই পরিবারের জন্য রয়েছে একই রঙের একই ডিজাইনের গ্রুপ পোশাক। অঞ্জন’সের স্বত্বাধিকারী শাহীন আহম্মেদ জানান, ‘ঈদ বসন্তের শেষ এবং গ্রীষ্মের শুরুতে পোশাক ডিজাইন, রঙ নির্বাচন ও ফেব্রিকস ব্যবহার গুরুত্ব পেয়েছে। ঈদ কালেকশনে মেয়েদের জন্য রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ ওড়না, ট্রেন্ডি টপস। শাড়িতে রাজশাহী বলাকা সিল্ক, মসলিন, হাফসিল্ক, কটন সিল্ক, লিনেন কটন, টাঙ্গাইল কটন ও ভয়েল কাপড়ে শাড়িগুলোতে ব্লকপ্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট ও এমব্রয়ডারি করা হয়েছে। সালোয়ার-কামিজ কটন, লিনেন কটন, জ্যাকার্ড কটন, রেয়ন কটন, সফট সিল্ক, ধুপিয়ানসহ বিভিন্ন ধরনের কাপড়ে মেয়েদের সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ ও শট, লং, মিডিয়াম লেন্থের টপস করা হয়েছে। স্ক্রিন প্রিন্ট, এমব্রয়ডারি ও ডিজিটাল প্রিন্টের আনস্টিচ সালোয়ার-কামিজ ।
কে ক্র্যাফট
ফ্যাশন হাউজ কে ক্র্যাফট বৈচিত্র্যপূর্ণ সালোয়ার-কামিজ নিয়ে এসেছে। নিজস্ব ডিজাইনে মোটিফের ব্যবহার, রঙ নির্বাচন, ভ্যালু অ্যাডিশনে নানা মিডিয়ার ব্যবহার হয়েছে। ফ্যাশনের পাশাপাশি আরামদায়ক এবং স্বস্তিতে থাকতে দিনের বেলায় প্যাস্টেল শেড ও অন্যান্য হাল্কা রঙ এবং রাতের পার্টিতে গাঢ় রঙে কটন, জ্যাকার্ড কটন, সø্যাব কটন, নীব কটন, টুটোন, লিনেন, জর্জেট, সিল্ক, জয়শ্রী সিল্ক, অরগাঞ্জা ফেব্রিকসে করা হয়েছে সালোয়ার-কামিজ। কে-ক্র্যাফটের উদ্যোক্তা খালিদ মাহমুদ খান বলেন, ‘এ-লাইন, বেসিক, প্রিন্সেস লাইন, গোর, লং এবং সেমি লং প্যাটার্নকেই মূলত প্রাধান্য দেওয়া হয়েছে। কামিজের ইয়কে স্ক্রিন প্রিন্টের সঙ্গে হাতের কাজ আবার এমব্রয়ডারির সমন্বয়, এমব্রয়ডারির সঙ্গে কারচুপি আর সিকুইনের সমন্বয়। এবারের সালোয়ারের কাটেও থাকছে ভিন্নতর পরিবর্তন। জামদানি, ফ্লোরাল, ইক্কত, পার্সিয়ান, আলাম, জিওমেট্রিক মোঘল, মান্ডালা, গ্রিক, টার্কিশ, ট্র্যাডিশনাল পেইসলের মতো বিভিন্ন মোটিফকে প্রাধান্য দেওয়া হয়েছে। রঙ হিসেবে বেছে নেওয়া হয়েছে ম্যাজেন্টা, নেভি, পার্পল, মেরুন, মভ পিঙ্ক, বার্গান্ডি, জাভা গ্রিন, ব্ল্যাক, মেটালিক গোল্ড ছাড়াও ল্যাভেন্ডার, হোয়াইট, পার্ল হোয়াইট, পিচ, ভায়োলেট, পিঙ্ক, ফরেস্ট গ্রিন, অরেঞ্জ রঙের মধ্যে বেশিরভাগ পোশাক।
লা রিভ
মুভমেন্ট শিরোনামে ঈদ কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ। পরিবারের সবার জন্য ম্যাচিং ফ্যামিলি কম্বো, বাবা-মা, মা-মেয়ের ম্যাচিং মিনি-মি ডিজাইন থেকে শুরু করে নারী, পুরুষ, টিন, কিড ও নিউবর্ন সব বয়সের সবার জন্যই ঈদের সবচেয়ে ট্রেন্ডি স্টাইল যোগ হয়েছে ঈদ কালেকশনে।
লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘আন্তর্জাতিক ফ্যাশনে এখন সবচেয়ে জনপ্রিয় কিছু থিমের একটি হলো মুভমেন্ট। ঈদ কালেকশনের জন্য আমরা মুভমেন্টকে থিম হিসেবে বেছে নিয়েছি। ঈদ এমন একটি আয়োজন, যেখানে সব কানেকশনের কম্বিনেশন তৈরি হয়। এই ভাবনাকে ফ্যাশনে ফুটিয়ে তুলতে হয় কালার প্যালেট ও প্যাটার্নে। তাই এই কালেকশনে আমরা মনের শান্তি আসে এমন সব আর্দি, জুয়েল ও প্যাস্টেল টোন যেমন পার্পল টনিক, ওয়াশড ব্ল্যাক, কুল ব্লু, কর্নফ্লাওয়ার ব্লু, ড্যাজলিং রেইনবো, ডেলিকেট সাইরাস ও নিউট্রাল টোনে ফোকাস করেছে লা রিভ। এনার্জি দেয় এমন রঙ যেমন অর্কিড পিঙ্ক, সোলার ফ্লাশ, হাইপার ব্লাশ, মভ পিঙ্ক, ডাস্টি ব্লুসহ ভাইব্রেন্ট মনোক্রোমাটিক কালার চোখে পড়বে এই কালেকশনে। ফেস্টিভ মোড আনার জন্য রেড, ব্লুক, ব্ল্যাক, অরেঞ্জ, টেরাকোটা, গোল্ডেন রঙের প্রাধান্য দেখা যাবে। নারীদের জন্য পার্টি, এথনিক ও ক্যাজুয়াল; সব ধরনের অনুষ্ঠান-উপযোগী থাকছে ঈদ ২০২৫ কালেকশনে। ট্রেন্ডি সালোয়ার-কামিজ, কো-অর্ড সেট, শ্রাগ-স্টাইল টিউনিক, মিডি টিউনিক, টপস, শার্ট, কেপ, কামিজ, গাউন, মসলিন, হাফ-সিল্ক ও সুতির শাড়ির দারুণ সব স্টাইল নিয়ে আসা হয়েছে। লা রিভের এক্সক্লুসিভ লেবেল নার্গিসাসে পাওয়া যাবে মসলিনের শ্রাগ ও গাউন কম্বো, স্কার্ট-কামিজ সেট, কেপ-স্টাইল টপ, লেয়ার্ড-লঙ টিউনিক, ফ্লেয়ার্ড ও কাফতান-কাট টিউনিক, সালোয়ার-কামিজসহ অভিজাত সব পার্টি-স্টাইল।